Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতে
Kota Student Suicide

কোটায় ২৪ ঘণ্টায় আত্মঘাতী ২ পড়ুয়া, প্রশাসন আত্মহত্যা রুখতে পদক্ষেপ নিলেও কাজ হচ্ছে না

নতুন বছরের শুরুতেই মধ্যপ্রদেশ ও হরিয়ানার দু-দু'জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এল। কেন একজন ছাত্রও পড়তে এসে জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নেবে সেই প্রশ্নও উঠছে।

কোটায় ২৪ ঘণ্টায় আত্মঘাতী ২ পড়ুয়া, প্রশাসন আত্মহত্যা রুখতে পদক্ষেপ নিলেও কাজ হচ্ছে না

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 January 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় পড়ুয়া মৃত্যু অব্যাহত। মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা ২০ বছরের অভিষেক। গত বছর মে মাসে জয়েন্টের প্রস্তুতির জন্য কোটায় এসেছিলেন। কোচিং সেন্টারের কাছেই ডাকানিয়া এলাকায় একটি বাড়িতে পেয়িংগেস্ট হিসাবে থাকতেন তিনি। বুধবার সন্ধ্যায় ওই বাড়ি থেকেই অভিষেকের দেহ উদ্ধার হয়।

অন্যদিকে, ওই একই এলাকায় মঙ্গলবার মাঝ রাতে আত্মহত্যা করেন আরও এক পড়ুয়া। হরিয়ানার ১৯ বছরের নীরজ থাকতেন হোস্টেলে। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নীরজও জয়েন্টের পড়াশোনা করছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুই পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে।

কারণ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে কোটায় মোট ২৩ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল। তারপর থেকেই কড়া পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। কোচিং সেন্টারগুলোর সঙ্গে বৈঠকের পর, ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা বন্ধ করার জন্য বিশেষ যন্ত্রও বসানো হয়।

পাাশাপাশি, পড়ুয়াদের বেশি চাপ না দেওয়ার জন্য সর্তক করা হয়। কিন্তু কোথায় কী? '২৪ সাল তো বটেই, নতুন বছরের শুরুতেই মধ্যপ্রদেশ ও হরিয়ানার দু-দু'জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এল। কেন একজন ছাত্রও পড়তে এসে জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নেবে সেই প্রশ্নও উঠছে।

মৃত ছাত্র অভিষেকের বাড়ি মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও কোচিং সেন্টার থেকে ফিরে ঘরে ঢোকেন অভিষেক। তারপর থেকে তাঁর কোনও সাড়া শব্দ না পাওয়ায় আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন তিনি।

পুলিশ বলেছে, বুধবার রাত পৌনে ৮ টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় সিলিং ফ্যান থেকে ঝুলছে অভিষেকের দেহ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। কারণ, তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সে জয়েন্ট ক্লিয়ার করতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য যা বাধ্যতামূলক। লেখেন, 'আমি আর পড়তে পারছি না। জয়েন্টের প্রস্তুতি নিচ্ছি ঠিকই, কিন্তু এ আমার সাধ্যের বাইরে। দুঃখিত'।


ভিডিও স্টোরি