আর্থ অবজারভেশন উপগ্রহ (ইওএস-৮) সফলভাবে উৎক্ষেপণ
শেষ আপডেট: 16 August 2024 05:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো শুক্রবার সকাল ৯টা ১৭ মিনিটে আর্থ অবজারভেশন উপগ্রহ (ইওএস-৮) সফলভাবে উৎক্ষেপণ করে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একটি ছোট রকেটে এই উপগ্রহ উৎক্ষেপণ হয়। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই 'বেবি রকেট'এর প্রশংসা করে বলেন, এটা খুবই সহজতর এবং উৎপাদনের পক্ষে সুলভ।
স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএসএলভি ভারতের পরীক্ষামূলক ভূপরীক্ষা উপগ্রহ ইওএস-৮ এবং এসআর-০ ডেমো স্যাটেলাইটকে নিয়ে উৎক্ষেপিত হয়েছে। এটি তৈরি করেছে চেন্নাইয়ের একটি নতুন কোম্পানি স্পেস রিকশ।
১২০ টন ওজনের এই বেবি রকেট ৫০০ কেজি ওজনের উপগ্রহ বহন করতে পারে। পৃথিবীর নিম্ন কক্ষপথ পর্যন্ত গিয়ে উপগ্রহকে পৌঁছে দিতে সক্ষম। তুলনায় ভারতের ভারীতম রকেট বাহুবলি অথবা জিএসএলভি এমকে ৩-এর ওজন হল ৬৪০ টন।
কম খরচে মহাকাশ পরীক্ষার লক্ষ্যে ইসরো এই এসএসএলভি তৈরি করেছে। যেখানে এটি তৈরিতে খরচ পড়েছে মাত্র ১৭০ কোটি টাকা এবং সাত বছর সময় লেগেছে। যদিও ইসরো উৎক্ষেপণ খরচ জানায়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, ইওএস-৮ একটি অভিনব যন্ত্রকৌশল। যার ফলে দিনরাত সমানভাবে কাজ করবে এই উপগ্রহ। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন পরিস্থিতি যেমন বিপর্যয় নজরদারি, পরিবেশ পর্যবেক্ষণ, অগ্নিকাণ্ড নিরীক্ষণ, আগ্নেয়গিরির উপর নজর রাখা এবং শিল্প-বিদ্যুৎ কারখানাগুলিতে কোনও বিপর্যয় ঘটছে কিনা তা নজরে রাখবে।