ইসরোর শততম মিসাইল।
শেষ আপডেট: 29th January 2025 07:59
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় ২৯ জানুয়ারি ভোর ৬ টা ২৩ মিনিট। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল শততম মিসাইল 'নটি বয়' জিএসএলভি-এফ১৫।
নতুন বছরে এটাই ইসরোর প্রথম মিশন। ইসরোর বর্তমান চেয়ারম্যান ভি নারায়ণের নেতৃত্বেই এই মিসাইল উৎক্ষেপণ করা হল।
এই শ্রীহরিকোটা থেকেই ১৯৭৯ সালের ১০ অগস্ট ইসরোর প্রথম মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে ওই মিশনের অধিকর্তা ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি-বিজ্ঞানী এপিজে আবদুল কালাম।
???? Relive the moment! Here are stunning visuals from the GSLV-F15/NVS-02 launch.
— ISRO (@isro) January 29, 2025
A proud milestone for India’s space journey! ???? #GSLV #NAVIC #ISRO pic.twitter.com/RK4hXuBZNN
শততম মিসাইলের নাম 'নটি বয়' কেন? ইসরোর তরফে বলা হচ্ছে, এর আগে ১৬টির মধ্যে ৬টি উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। ১০০ তম মিশনের সময় ব্যর্থতার হার ৩৭ শতাংশ। সেকারণেই এমন নামকরণ। পরে ইসরোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সফলভাবে উৎক্ষেপণের পর নির্দিষ্ট কক্ষপথে রয়েছে নয়া মিসাইল জিএসএলভি-এফ১৫।