শেষ আপডেট: 22nd January 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের বৃহত্তম ধার্মিক জমায়েত বলা হয় উত্তরপ্রদেশের কুম্ভমেলাকে। আর এবারের কুম্ভ তো আরও চর্চিত কারণ প্রতি ১২ বছরে একবার এই মহাকুম্ভ হয়। এবার তার উপর পুণ্য মহাকুম্ভ। ১৪৪ বছর পর মহাযোগ। স্বাভাবিকভাবেই এই মেলায় যে জমায়েত হয়েছে তা কয়েক কোটিও ছাড়িয়েছে। মহাকাশ থেকেও যে তার ভিড় স্পষ্ট দেখা যাবে সে আন্দাজও করা যায়। তাই মহাশূন্য থেকে মহাকুম্ভকে কেমন লাগছে তাই দেখাল ইসরো। একাধিক উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছে তাদের তরফে।
৪৫ দিন ধরে চলা এই মেলায় ৪০ কোটি বা তার বেশি মানুষের সমাগম হতে পারে বলেই অনুমান করা হয়েছে। ইসরোর ছবিতে প্রকাশ পেয়েছে যে কীভাবে এই মেলার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে। হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার পরপর ছবি নিয়েছে এই মহাকুম্ভ মেলার। সেই ছবিতেই ফুটে উঠেছে মেলার একাধিক তাঁবু, পার্কিং লট এবং অন্য একাধিক প্রস্তুতির ছবি।
মহাকুম্ভ শুরু হওয়ার অনেক আগে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে তোলা হয়েছে এইসব ছবিগুলি। জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। সেইসব ছবি দেখে স্পষ্ট হয়েছে, এবারের মেলায় দেড় লক্ষের বেশি তাঁবুর ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য, ৩ হাজার রান্নাঘর এবং ৯৯টি পার্কিং লটও রয়েছে। এছাড়া মহাকুম্ভ নগর বলে একটি নতুন জেলাও সৃষ্টি করা হয়েছে ধার্মিক অনুষ্ঠানের জন্য।
কয়েকদিন আগেই কুম্ভমেলায় ভয়াবহ আগুন লাগে। তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল। পঞ্চাশটি তাঁবু পুড়ে যাওয়ার খবরও পাওয়া যায়। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে দলে দলে ভক্তরা এসে উপস্থিত হন অমৃত কুম্ভের সন্ধানে। এত নিরাপত্তার মধ্যে মুড়ে রাখার পরও আগুন লাগার ঘটনায় আতঙ্ক তৈরি হয়। তবে যে উপগ্রহ চিত্র সামনে আনা হয়েছে তা দেখে মেলার নিরাপত্তায় আরও জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
১৪৪ বছর পর শুধুমাত্র একবার এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে। ৪৫ দিনের এই মেলায় উত্তরপ্রদেশ পুলিশ ভক্তদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। ঘোড়ায় চড়ে টহল দেওয়ার পাশাপাশি জলে মোতায়েন রয়েছে ভাসমান পুলিশ চৌকিও।