শেষ আপডেট: 5th January 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: মন্দিরে ভক্তদের দান করা লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল মথুরার ইসকনের এর কর্মীর বিরুদ্ধে। শনিবার এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছে। টাকা ছাড়া একটি রসিদ বইও সঙ্গে নিয়ে গেছেন তিনি।
মন্দির কর্তৃপক্ষের তরফে শনিবার জানানো হয়, মুরলিধর দাস মধ্যপ্রদেশের ইন্ডোরের মাধব কলোনির বাসিন্দা। মন্দিরের দান সংগ্রহের দায়িত্বে ছিলেন। হঠাৎই বিপুল পরিমাণ টাকা-সহ গা ঢাকা দেন।
শুক্রবার রাতে মন্দিরের প্রধান কোষাধ্যক্ষ বিশ্ব নাম দাস গোটা বিষয়টি পুলিশকে জানান। এফআইআর দায়ের হয় পরে।
এবিষয়ে পুলিশ সুপার (সিটি) আরবিন্দ কুমার জানান, ২৭ ডিসেম্বর বিশ্ব নাম দাস এসএসপি শ্রী শৈলেশ কুমার পাণ্ডের কাছে আবেদন জমা দেন। পরে প্রাথমিক তদন্তের পর এফআইআরটি দায়ের করা হয়।
মন্দিরের জনসংযোগ আধিকারিক রবিলোচন দাস জানিয়েছেন, মুরলিধর দাসের কাজ ছিল দানের করা টাকা সংগ্রহ করে তা মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা দিয়েছেন, কত টাকা সরিয়েছেন, তা তদন্তের পরই জানা যাবে।
এর আগে সওরভ নামের এক ব্যক্তিও দানের টাকা এবং রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। তবে, সেই টাকা আর পাওয়া যায়নি।