শেষ আপডেট: 11th February 2025 08:23
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী এখনও চূড়ান্ত করেনি। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ ফেব্রুয়ারি আমেরিকা সফর থেকে ফেরার পর এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।
তবে মুখ্যমন্ত্রী বাছাইয়ে বিজেপি যে সব মানদণ্ড স্থির করেছে তাতে মহিলা নেত্রীরাও বিবেচনায় আছেন। জাতি এবং আঞ্চলিক প্রতিনিধিত্বের অঙ্কও বিবেচনা করা হবে। মন্ত্রিসভায় দেশের সব প্রান্তের প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করবে দল। দিল্লির বাসিন্দারা যেহেতু মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছেন তাই এই ভাবনা। একই সঙ্গে দলিত, জনজাতি-সহ অন্যান্য জাতিগত সমীকরণও বিবেচনায় রাখা হবে মন্ত্রিসভা গঠনের সময়।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে বেশ কয়েকজন মহিলা নেত্রীর নাম দলের বিবেচনায় আছেন। তাঁদের অন্যতম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গত লোকসভা ভোটে আমেথিতে হেরে যাওয়ায় স্মৃতি বর্তমানে পুরোপরি দলের কাজে যুক্ত।
বর্তমানে মমতা বন্দ্যেপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আড়াই তিন দশক আগে দেশের এক সঙ্গে তিনজন মুখ্যমন্ত্রী ছিলেন, উত্তর প্রদেশের মায়াবতী, দিল্লিতে শীলা দিক্ষিত, তামিলনাড়তে ছিলেন জয়ললিতা।
বিজেপি সুত্রের খবর, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে প্রয়াত বিজেপি নেত্রী তথা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজের নাম আছে দলের বিবেচনায়। আইনজীবী বাঁশরী বর্তমানে দিল্লির সাংসদ। মায়ের মতোই তিনি সুবক্তা, তীক্ষ্ম আক্রমণে বিরোধীদের বিদ্ধ করতে পারেন এবং দলের একনিষ্ঠ কর্মী হিসাবে নেতাদের নজর কেড়েছেন। তাঁকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরা।
স্মৃতি, বাঁশরীদের বাইরে সদ্য নির্বাচিত তিন মহিলা বিধায়ক রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পহেলবানের নামও বিবেচনায় আছেন। চারজনই দীর্ঘদিনের বিধায়ক এবং এবারও বড় মার্জিনে জিতেছেন। এছাড়া ‘জায়েন্ট কিলার’ পারভেশ ভার্মা, পুরনো বিধায়ত বিজেন্দ্র গুপ্তা, অভয় বার্মা, অজয় মাহওয়ার এবং কপিল শর্মাদের নাম তো আছেই।