শেষ আপডেট: 12th October 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: প্রাক নির্বাচনী বোঝাপড়া অনুযায়ী জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট সরকার হওয়ার কথা। কিন্তু ভাবী মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা ওমর আবদুল্লার নানা কথায় কংগ্রেসের সঙ্গে সরকার গড়ার সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ওমর বরং বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়তে পারেন বলে উপত্যকার রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।
৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গড়তে ৪৬ বিধায়কের সমর্থন দরকার হয়। ন্যাশনাল কনফারেন্সের ৪১ আসন ছাড়াও আছে কংগ্রেসের ছয় বিধায়কের সমর্থন। তাতেই হেসেখেলে ওমরের সরকার গঠন হয়ে যাওয়ার কথা। তার উপর ওমর মুখ্যমন্ত্রী হচ্ছেন জেনে ছয় নির্দলের পাঁচজন তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন।
কিন্তু উপত্যকার রাজনৈতিক মহল ওমরের কিছু কথায় অন্য আভাস পাচ্ছে। অপেক্ষমান মুখ্যমন্ত্রী ওমর ফল প্রকাশের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শুরু করেছেন। সুযোগ পেলেই বলছেন, উপরাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে সরকার চালাতে চান তিনি। তাঁর কথায়, কেন্দ্রের সঙ্গে বিবাদ করে রাজ্যের উন্নতি করা যায় না।
অনেকেই মনে করছেন, ওমর আসলে বিজেপিকে বাজিয়ে দেখছেন। অথবা পদ্ম শিবির থেকে তাঁর কাছে প্রস্তাব আছে। কংগ্রেস ছয়টি আসনে জিতেছে গোটা রাজ্যে। সেখানে কাশ্মীরে সফল না হলেও জম্মু এলাকায় বিজেপি ২৮টি আসনে জয়লাভ করেছে। সব মিলিয়ে তাদের আসন সংখ্যা ২৯।
রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিয়ে চলেছে। তার উপর দল ভাঙিয়ে সরকার গড়ার চেষ্টাও থেমে থাকবে না। ওমর হয়তো মনে করছেন, বরং বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়লে কেন্দ্রের কাছ থেকে বাড়তি সুবিধা আদায় করা যাবে। ওমরের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব জম্ম-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলের পরিবর্তে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা আদায়। বিজেপিকে সরকারে নিলে সেটাই হবে তাঁর প্রধান শর্ত। দল এবং রাজ্যবাসীকে তিনি বোঝাতে পারবেন বিজেপিকে সমর্থনের বিনিময়ে তিনি রাজ্যের মর্যাদা ফিরিয়ে এনেছেন।
সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ পুনর্বহাল করা নিয়ে ওমরের বক্তব্য, বিজেপি বা বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেটা আদায় করা যাবে না। তার অর্থ এটা নয় যে ওই দাবি ন্যাশনাল কনফারেন্স ছেড়ে দিচ্ছে। তবে আপাতত তিনি রাজ্যের স্বার্থে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান, সাফ জানিয়েছেন এসসি-র সভাপতি তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার পুত্র তথা এনসি-র ভাইস প্রেসিডেন্ট ওমর।
কংগ্রেসকে নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ফারুক পুত্র। বলেছেন, কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের কোনও আনুষ্ঠানিক জোট হয়নি। জোট ছাড়াই এনসি ৪১ আসনে জয়লাভ করেছে দাবি করে ওমর বলেন, আমরা হাত শিবিরকে কিছু আসন ছেড়ে দিয়েছিলাম। তার অর্থ এটা নয় আমদের জোট ছিল। ফারুক পুত্র তথা ভাবী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর এই সব বক্তব্যের আসল অর্থ নিয়ে জোর জল্পনা চলছে রাজ্যে।