শেষ আপডেট: 16th December 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর পরিবর্তে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়ার দাবি তুলেছে শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির মতো জোটের শরিকদলগুলি। এমনকী লালু প্রসাদও সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী করার দাবিতে সওয়াল করে বলেছেন, 'ইন্ডিয়া জোটের নেতৃত্বের রাশ কোনও মজবুত মুখের হাতে দেওয়া হোক। সেই তিনি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই'।
এবার এবিষয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোমবার সংসদের বাইরে সাংবাদিকের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, "ইন্ডিয়া জোটে বর্তমান যে নেতানেত্রীরা রয়েছেন তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে সিনিয়র এবং ওজনদার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ। নয়ের দশক থেকে চার বারের কেন্দ্রের মন্ত্রী ও পরে তিন বারের মুখ্যমন্ত্রী।"
একই সঙ্গে অভিষেক এও বলেন, "এই বিষয়ে জোটে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। মনে রাখতে হবে, ভারতের জোটে টিএমসিই একমাত্র দল যা বিজেপির পাশাপাশি কংগ্রেসকে পরাজিত করেছে। তাই কোন দলকে ছোট করা উচিত নয়।"
পর্যবেক্ষকদের অনেকের মতে, অভিষেক সরাসরি মমতাকেই ইন্ডিয়া জোটের নেত্রী করার দাবি করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন, তিনিই জোটের সবচেয়ে ওজনদার মুখ। তাই এবিষয়ে আলোচনা হওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন অভিষেক।
#WATCH | Delhi: On the INDIA bloc members suggesting West Bengal CM Mamata Banerjee as the INDIA bloc leader, TMC MP and party National General Secretary Abhishek Banerjee, says "INDIA alliance will sit and discuss this. She is the senior-most. This is her third term as the Chief… pic.twitter.com/jeOyo5bKEh
— ANI (@ANI) December 16, 2024
এমনকী বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও যে তৃণমূলই হারিয়েছে তাও মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের 'স্ট্রাইক রেট' উল্লেখ করে অভিষেক বলেন, "আমরা ২৯ হতে পারি, কিন্তু বাংলায় বিজেপিকে ১৮ থেকে ১২ তে নামিয়েছে তৃণমূল। অন্য দলের স্ট্রাইক রেট দেখুন আর তৃণমূলের স্ট্রাইক রেট দেখুন! অন্যদলের লোককে বিজেপি ভাঙিয়ে নিচ্ছে, কিন্তু তৃণমূলই একমাত্র দল যাতে বিজেপির লোকও নিজে থেকে আসছে এবং ভোটে জিতছেও। ফলে জনগণের শক্তিকে ছোট করে দেখা উচিত নয়।"
যা থেকে মনে করা হচ্ছে, বড় শরিককে বার্তা দিতেই 'কোন দলকে ছোট করা উচিত নয়' মন্তব্যও করেছেন তিনি। এখন দেখার এ বিষয়ে বড় শরিক কংগ্রেস কী বলে।