শেষ আপডেট: 9th December 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবার, সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির শিকার রেল যাত্রীরা। বন্ধ হয়ে পড়ে আছে আইআরসিটিসির ওয়েবসাইট।
জানা যাচ্ছে, সাইটে ঢোকাই যাচ্ছে না। কার্যত অকেজো হয়ে গিয়েছে ট্রেন টিকিট বুকিং ওয়েবসাইট। আর তাতেই চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন এমন অনেকেই আছেন যাঁরা এই বুকিং অ্যাপের সাহায্যে টিকিট কাটে।
আইআরসিটিসির এই ওয়েবসাইটে ডাউনটাইম চলছে। এক ঘণ্টার জন্য সাইট এরকমই থাকবে বলে জানা যাচ্ছে। আপাতত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তাই কোনও ই-টিকিট বা অনলাইন টিকিটের সুবিধা এখন পাওয়া যাবে না। ঘণ্টাখানেক পর যাত্রীদের রিফ্রেশ করে করে চেষ্টা করতে বলা হয়েছে।
আর এই পরিস্থিতিতে টিকিট বুকিং করতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। বেশি সমস্যায় পড়েছেন যাঁরা তৎকালে টিকিট বুকিং করছিলেন, তাঁরা চিন্তায় রয়েছেন।
আদৌ ওয়েবসাইট চালু হবে কিনা, হলেও কখন হবে তাই নিয়েই চিন্তায় রয়েছেন তাঁরা। আরও বড় প্রশ্ন সাইট খুললেও তৎকালের টিকিট পাওয়া যাবে কিনা সেই নিয়েও।