ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ইরানে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার ভারতীয় ছাত্রছাত্রী।
বিধ্বস্ত তেহরান।
শেষ আপডেট: 16 June 2025 06:54
দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে ইরান সেদেশে আটকে পড়া ১০ হাজার পড়ুয়াকে সোমবার থেকে নিরাপদে ভারতে পাঠানোর ব্যবস্থা শুরু করল। ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ইরানে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার ভারতীয় ছাত্রছাত্রী। ইজরায়েলি হামলায় ইরানের আকাশপথ আপাতত বন্ধ। তাই ভারতীয় পড়ুয়াদের সড়কপথে অর্থাৎ আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান হয়ে দেশে ফেরাবে তেহরান প্রশাসন।
একইসঙ্গে ইরানের অত্যন্ত বিপজ্জনক শহরগুলি থেকে পড়ুয়া সহ ভারতীয়দের হদিশ পাওয়ার খোঁজ শুরু করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, তেহরানে স্থিত দূতাবাস ভারতীয় উদ্ধারের কাজ চালাচ্ছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের ভারতীয় দূতাবাস নিরাপত্তা পরিস্থিতির উপর নজর রাখছে এবং ইরানে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোর কাজ করছে।
এদিকে, গতকাল রাতেই তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের বিদেশি ছেলেদের ছাত্রাবাসের কাছে একটি বোমা বর্ষণ হয়েছিল। এই ঘটনায় কাশ্মীরের দুই ছাত্র জখম হয়েছেন। তাঁদের দুজন বিপন্মুক্ত হলেও দুই ছাত্রকে রামসরের মতো নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।
তেহরানের শাহিদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিসাল মহিদিন বলেন, শুক্রবার রাত আড়াইটের সময় বিকট বিস্ফোরণে আমার ঘুম ভেঙে যায়। আমরা ছুটে বেসমেন্টে চলে যাই। সেখানেই সারারাত না ঘুমিয়ে কেটেছে সকলের। এই বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রায় ৩৫০ জন ছাত্র ডাক্তারি পড়েন। আপাতত কয়েকদিন ধরে লেখাপড়া, ক্লাস করা শিকেয় উঠেছে।
এদিকে, যুদ্ধ পরিস্থিতিতে দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, দুপক্ষই অনড় থাকায় উত্তেজনা ক্রমশ চড়ছে। ইজরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র চালানোয় ইরানকে হুমকি দিয়েছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী। ইজরায়েলের সাধারণ মানুষকে হত্যা করার অপরাধের মাশুল গুনতে হবে তেহরানের বাসিন্দাদের। ইরানের নেতৃত্বকে কাপুরুষ খুনি বলে আখ্যা দিয়ে মন্ত্রী ইজরায়েল কাটৎজ বলেন, তেহরানের বাসিন্দাদের খুব শীঘ্রই মূল্য চোকাতে হবে।