শেষ আপডেট: 21st December 2023 11:14
দ্য ওয়াল ব্যুরো: সংসদে প্রতিবাদকারী বহিরাগতদের মূল উদ্যোক্তা ললিত ঝা'র দ্বারভাঙ্গার বাড়িতে সাঁটা একটি পোস্টার নিয়ে জল্পনা শুরু হয়েছে। ললিত ছাড়াও নীলম, মনোরঞ্জনের ছবি দেওয়া ওই পোস্টারে তাঁদের ক্রান্তিকারী বা বিপ্লবী বলে উল্লেখ করা হয়েছে। পোস্টারে লেখা এই বিপ্লবীরা দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারি এবং মূল্যবৃদ্ধি থেকে মুক্ত করবেন।
ললিতরা কলকাতায় ভাড়াবাড়িতে থাকলেও তাঁর মূল বাসস্থান হল বিহারের দ্বারভাঙার বহেড়া থানার রামপুর উদয় গ্রামে।
ললিতদের পরিবার এখন সেখানে থাকে। তাঁর ভাই হরিদর্শন ঝা জানিয়েছেন, বুধবার বিকালে অপরিচিত তিন ব্যক্তি তাঁদের বাড়িতে আসেন। তাঁরা হরিয়ানার বাসিন্দা বলে পরিচয় দেন। আরও বলেন, ললিতদের জন্য আমরা গর্বিত।
ললিতের ভাই আরও জানান, ওই ব্যক্তিরা চলে যাওয়ার সময় বাড়ির দেওয়ালে পোস্টারটি সেঁটে দিয়ে যান।
বুধবারই রাষ্ট্রীয় লোক আন্দোলনের সভাপতি কল্পনা ইনামদার ললিতের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দেন, ললিতকে তাঁরা সব ধরনের আইনি সহায়তা দেবেন।
ক'দিন আগে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিম দ্বারভাঙায় গিয়ে ললিতের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, ললিতের বাবা গোয়েন্দাদের জানিয়েছেন, কয়েক মাস আগে ললিত তাঁর কাছে সাত লাখ টাকা চেয়েছিল। বলেছিল মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য ওই টাকা দরকার। জরুরি ভিত্তিতে তিন লাখ টাকা দরকার।
ললিতের বাবা জানিয়েছেন, তিনি টাকা দিতে পারেননি। অত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর।