আনসারির জবানবন্দির ভিত্তিতে আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের রাঁচি থেকে। নাম আখলাক আজম।
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 22 May 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: দেশে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (Inter-Services Intelligence) ভারতে ভয়াবহ হামলার ছক কষেছিল, যা পহেলগাম গণহত্যারও আগে থেকে পরিকল্পিত ছিল। সময় থাকতে ওই ষড়যন্ত্রের জাল ভেঙে ফেলায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে দিল্লির একটি হোটেল থেকে ধৃত নেপালি বংশোদ্ভূত এক আইএসআই এজেন্ট— আনসারুল মিয়ান আনসারি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আনসারি পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল। সে যখন পাকিস্তানে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই গ্রেফতার করা হয়।
গোপন তথ্য অনুযায়ী, আনসারিকে ধরা হয়েছে জানুয়ারি থেকে মার্চ ২০২৫-এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশ স্পেশাল সেলের যৌথ অভিযানে। তদন্তে উঠে এসেছে, আইএসআই-এর হয়ে সে ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত গোপন নথিপত্র সংগ্রহ করে পাকিস্তানে পাঠানোর কাজ করছিল। সেই সব নথি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষায় দেখা গিয়েছে, অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য।
গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, আনসারি কাতারে ট্যাক্সিচালক হিসেবে কাজ করার সময় আইএসআই-এর এক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগে আসে। এরপর তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে প্রশিক্ষণ দিয়ে মগজধোলাই করে ভারতে পাঠানো হয় গুপ্তচর হিসেবে।
আনসারির জবানবন্দির ভিত্তিতে আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের রাঁচি থেকে। তার নাম আখলাক আজম। অভিযোগ, সে আনসারিকে সেনার গোপন নথিপত্র সংগ্রহে সাহায্য করছিল এবং সেইসব তথ্য পাকিস্তানে পাঠানোর দায়িত্বে ছিল।
গোয়েন্দারা মনে করছেন, দিল্লিতে আইএসআই-এর এই পরিকল্পনা বানচালের ফলে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।