শেষ আপডেট: 3rd March 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক অনুরাগ কাশ্যপের 'রমণ রাঘব' (Raman Raghav) সিনেমা দেখে মাথায় খুন চেপে গিয়েছিল। এরপরই হিংসা থেকে ৬ বছর বয়সি শিশুকন্যাকে খুন করল ১৩ বছরের এক কিশোর। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সিরিয়াল কিলারের (Serial Killer) ভূমিকায় অভিনয় করতে দেখে অনুপ্রানিত হয়েছিল সে। তারপরই খুন করে নিজের কাকার মেয়ের দেহ শ্রীরাম নগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে আসে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পেলহার থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে। রবিবার ভোর ৪টে ৩০ নাগাদ শ্রীরাম নগর পাহাড়ে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়।
কিন্তু কেন এমন কাণ্ড ঘটাল সে? জেরায় পুলিশকে কিশোর জানিয়েছে, শুধুমাত্র হিংসার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। কারণ সে ভাবত বাড়ির কেউ তাকে ভালবাসে না। সবাই বোনকেই আদর করে। দীর্ঘদিন নিজের চোখে বিষয়টা দেখে মাথার ঠিক রাখতে পারেনি সে।
পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় মেয়েটি নিখোঁজ হয়ে যায়। এরপরই থানায় দায়ের হয় অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় ছেলেটি মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে। যদিও প্রথমে কিছু স্বীকার না করলেও পরে পুরোটা পুলিশকে জানাতে বাধ্য হয় সে।
পুলিশ জানতে পেরেছে, হিন্দি সিনেমা 'রমন রাঘব' দেখে অনুপ্রাণিত হয়ে কিশোর প্রথমে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে তার মুখ থেঁতলে দেয়। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে খুনের মামলা দায়ের করে তদন্ত শুররু করেছে পুলিশ। পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।