শেষ আপডেট: 17th March 2025 17:32
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে জানা গেছিল নিছকই পথ দুর্ঘটনা (Road accident)। জট খুলল ময়নাতদন্তে। গোয়ালিওরে (Gwalior) পরিকল্পনামাফিক স্ত্রীকে পিটিয়ে খুন করে দুর্ঘটনা বলে প্রমাণ করতে গিয়ে অবশেষে পুলিশের জালে গুণধর স্বামী। পরিবারের আরও তিন সদস্যের বিরুদ্ধেও মামলা শুরু করেছে পুলিশ।
পুলিশ (Gwalior Police) জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি গোয়ালিওরের শীতলা রোডে পথ দুর্ঘটনায় বাইশ বছরের তরুণীর মৃত্যুর খবর আসে কম্পু থানায়। স্বামী প্রদীপ গুর্জর সঙ্গে উপস্থিত ছিল, সেও সামান্য কিছু চোট পায়। শুরুতে প্রদীপের কথায় বিশ্বাস করলেও পরে পুলিশকে দেওয়া তার বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়ে। ঘটনাস্থল ভাল করে পরীক্ষা করা হলে আরও সন্দেহের মুখে পড়ে প্রদীপ।
তদন্ত শুরু করলে পুলিশ মৃতার পরিবারের তরফে জানতে পারে, পণের জন্য ক্রমাগত চাপ আসছিল তাদের ওপর। একথা শোনার পরে প্রদীপের বিরুদ্ধে সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রশ্ন ওঠে, সত্যিই কি দুর্ঘটনায় মারা গেছে তার স্ত্রী?
অন্যদিকে, এসবের মাঝেই ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্ট এলে তাতে স্পষ্ট যায়, কোনও দুর্ঘটনা নয়, রীতিমতো মারধর করা হয়েছে ওই তরুণীকে, তার ফলেই মৃত্যু হয়েছে তাঁর।
এর পরেই স্বামী প্রদীপকে চেপে ধরেন তদন্তকারীরা। লাগাতার জেরার মুখে সে অপরাধ স্বীকার করে। আরও জিজ্ঞাসাবাদের পরে জানা যায়, সে ক্রাইম শো (Crime show) দেখে, সেই মতো পরিকল্পনা করে খুন করেছে তার স্ত্রীকে।
প্রদীপের স্বীকারোক্তি এবং ঘটনার সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তরুণীর স্বামী, শ্বশুর, দুই দেওরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও খুনের অভিযোগ এনেছে পুলিশ। প্রমাণ লোপাট করা বা অন্য কোনও ব্যাপারে প্রদীপকে আর কেউ সহযোগিতা করেছে কিনা, তাও নজরে রয়েছে পুলিশের।