দ্য ওয়াল ব্যুরো: কর্মীদের অফিসে ফেরানোর (Work-From-Office) উদ্যোগকে আরও জোরদার করল ইনফোসিস (Infosys)। ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা জানিয়েছে, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নিলেও, প্রতি মাসে অন্তত ১০ দিন অফিস থেকে কাজ করা বাধ্যতামূলক। 'সিস্টেম ইন্টারভেনশন' নামে নতুন এক নিয়ম চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রকল্পের প্রয়োজনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন নিয়মের ফলে কর্মীদের ১০ দিনের অফিস উপস্থিতি বাধ্যতামূলক। শুধু তাই নয়, মোবাইল অ্যাপে নিজেদের উপস্থিতি জানাতে হবে কর্মীদের। আগে স্বয়ংক্রিয়ভাবে যে ওয়ার্ক ফ্রম হোম অনুমোদিত হতো, তা আর চলবে না। ১০ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে।