আকাঙ্ক্ষা ঠাকরাল (ছবি- ইনস্টাগ্রাম)
শেষ আপডেট: 6th March 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের কেওয়াইসির নামে প্রতারণা। এক লক্ষ ১০ হাজার টাকা খোয়ালেন এক ইনফ্লুয়েন্সার। ঘটনার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। মাত্র ১০ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। কোনও পদক্ষেপ করেই কিছু করা সম্ভব হয়নি। বুঝে ওঠার আগেই প্রায় সমস্ত টাকা চলে যায় অ্যাকাউন্ট থেকে।
আকাঙ্ক্ষা ঠাকরাল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি প্রতারণার কথা জানান। মোটা অঙ্কের টাকা খুইয়ে ও প্রতারিত হয়ে কার্যত বিধ্বস্ত। কীভাবে হলেন প্রতারিত? ইনফ্লুয়েন্সার জানান, তিনি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে একটি ফোন পান। সেখানে তাঁর অ্যাকাউন্ট থাকায় ফোনটি ধরেন। এক ব্যক্তি নিজেকে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসার পরিচয় দেন করেন এবং বলেন, তাঁর কেওয়াইসি (KYC) আপডেট করা নেই। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও সন্ধেয় ফের ফোন আসে। তখন বলা হয়, ব্যাঙ্কে না যেতে পারলে বাড়ি থেকেই অনলাইনে আপডেট করা সম্ভব।
View this post on Instagram
এরপর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হয় আকাঙ্ক্ষাকে। সেই লিঙ্কে ক্লিক করার পর অ্যাক্সিস ব্যাঙ্কের একটি ভুয়ো কেওয়াইসি আপডেটের পেজ আসে। সেখানে নিজের তথ্য দেওয়ার পরই ঘটে বিপত্তি।
মাত্র ১০ মিনিটের মধ্যে আকাঙ্ক্ষার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা কেটে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে তিনি তৎক্ষণাৎ ইউপিআই অ্যাপ থেকে লগআউট করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আরও টাকা কেটে নেওয়া হয়েছে। শেষে মাত্র ৮০০ টাকা হাতে থাকায় তিনি সেটুকুই অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
পরবর্তীতে জানা যায়, ওই লিঙ্কে ক্লিক করার ফলে তাঁর ফোনে একটি মেসেজ স্পুফিং অ্যাপ ইনস্টল হয়ে গিয়েছিল, যার মাধ্যমে প্রতারক তাঁর সমস্ত আর্থিক তথ্য হাতিয়ে নেয়।
ঘটনার পরই পুলিশ ও সাইবার সেলের দ্বারস্থ হন তরুণী। কিন্তু কোনও সহায়তা মেলেনি বলে অভিযোগ। তাঁর কথায়, পুলিশ শুধু বলল, 'এমন ঘটনা তো রোজই হয়, আপনি এত শিক্ষিত হয়ে কীভাবে প্রতারিত হলেন?'
সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি জানিয়ে ওই ভিডিওটি শেয়ার করেন আকাঙ্ক্ষা। লেখেন, 'আমি টাকা খুইয়েছি, কিন্তু তার থেকেও বেশি ভয় লাগছে এই ভেবে যে, কেউ আমার ফোন ট্র্যাক করতে পারে। ফোন রিবুট করলেও সেই অস্বস্তিটা থেকেই যাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি যাতে কেউ এই ভুল না করেন। কখনও কোনও লিঙ্কে ক্লিক করবেন না- মেসেজ স্পুফিং সত্যি হয়।'
ভিডিওটি রীতিমতো ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। একজন কমেন্ট করেছেন, ' কী ভয়ঙ্কর দুনিয়ায় বাস করছি। সাবধান থাকুন।' আরেকজন লিখেছেন, 'যে কোনও লেনদেনের আগে নিজের পেমেন্ট লিমিট কমিয়ে রাখুন, প্রতারণার সম্ভাবনা কমবে।' তৃতীয়জনের মত, 'সাইবার ক্রাইম পোর্টাল বলে কিছুই নেই, সেজন্যই তো প্রতারকদের সাহস বাড়ছে দিন দিন।'