শেষ আপডেট: 31st January 2025 14:51
সুইসাইড নোটে কী লিখে গেছেন নিতিন?
নিতিন তাঁর সুইসাইড নোটে লিখেছেন, 'আমি, নিতিন পদিয়ার, ভারত সরকারকে অনুরোধ করছি, পণ আইনে পরিবর্তন আনুন। কারণ অনেক মহিলা এই আইনটির অপব্যবহার করছে। যদি এই আইন বদলানো না হয়, তাহলে প্রতিদিন আরও বহু পুরুষ ও তাঁদের পরিবার ধ্বংস হয়ে যাবে।'
তিনি আরও লিখেছেন, 'আমি এদেশের সব পুরুষকে অনুরোধ করছি, বিয়ে করবেন না। আর যদি করেন, তবে আগেই একটি চুক্তি করে নিন। যদি আপনাদের মনে হয় আমি অপমানিত হয়েছি, অন্যায়ের শিকার হয়েছি, তাহলে আমার মৃত্যুর পর বিচার চাইবেন। নইলে অপেক্ষা করুন, একদিন আপনারও পালা আসবে।'
জানা যাচ্ছে, ভারতে পণ নিষেধাজ্ঞা আইন মূলত মহিলাদের বিয়ের পরে সুরক্ষা দিতে তৈরি করা হলেও, বহু ক্ষেত্রে এটি অপব্যবহারের অভিযোগ ওঠে। নিতিনের মৃত্যুর ঘটনায় আবারও এই বিতর্ক সামনে এসেছে।
অতুল সুভাষের ঘটনা এখনও টাটকা। তার পরপরই আরও কিছু ঘটনায় বিবাহ সম্পর্কিত আর্থিক প্রতারণা ও আইনের অপব্যবহার নিয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছিল। নিতিনের সুইসাইড নোট সেই বিতর্ককে আরও উসকে দিল।