শেষ আপডেট: 18th January 2024 07:30
দ্য ওয়াল ব্যুরো: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিমান সংস্থা ইন্ডিগো এবং মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিল ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।
ঘনকুয়াশার জেরে সোমবার দেশজুড়ে বিপর্যস্ত হয়েছিল বিমান পরিষেবা। তারই মাঝে মুম্বই বিমানবন্দরের রানওয়েতে বসে রাতের খাবার খেয়েছিলেন যাত্রীরা। ভাইরাল ওই ভিডিও দেখার পর মঙ্গলবার কেন্দ্র ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।
এবার ওই ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে ইন্ডিগোকে ১.২ কোটি এবং মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষকে ৩০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিসিএএস। ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে। একই সঙ্গে কারণও জানাতে হবে।
বিসিএএস এর তরফে এক বিবৃতিতে বিমানবন্দরের রানওয়েতে এভাবে যাত্রীদের খাবার খাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০০৭ সালের বিমান পরিবহণ সুরক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এনে বিসিএএস জানিয়েছে, 'এই ঘটনা যাত্রী এবং বিমানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।"
এমনকী কুয়াশার কারণে যে কম দৃশ্যমানতার কথা বলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিসিএএস। সূত্রের খবর, ঘন কুয়াশার প্রস্তুতি হিসেবে গত ৬ নভেম্বর বিভিন্ন বিমান সংস্থাকে নিয়ে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের সদর দফতরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল।
সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিল, এমন পরিস্থিতিতে অভিজ্ঞ বিমান চালকদের দিয়ে বিমান পরিষেবা অক্ষুন্ন রাখতে হবে। এজন্য প্রতিটি বিমান সংস্থাকে পাইলটদের রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হলেও দুটি বিমান সংস্থা ওই রোস্টার তৈরি করেনি। যা নিয়ে গত ২ জানুয়ারি স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছিল। এমনকী নিয়ম ভঙ্গের অভিযোগে দুটি বিমান সংস্থাকে ৩০ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়।
ওই ঘটনার পরও ইন্ডিগোর যে হুঁশ ফেরেনি, তা সোমবার রাতের ঘটনা থেকেই স্পষ্ট বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বিসিএএস।। এবার রানওয়েতে যাত্রীদের খাবার খাওয়ার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। যা দেখার পর বিসিএএস মনে করছে, যেভাবে রানওয়েতে যাত্রীদের খাবার খাওয়ার বিষয়টি অনুমতি দেওয়া হয়েছিল তাতে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। জরিমানার পাশাপাশি এ ব্যাপারে ইন্ডিগো এবং মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষকে উপযুক্ত কারণ দর্শাতে হবে।