এই ঐতিহাসিক অভিযান শুরু হবে আমেরিকার নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে। শক্তিশালী স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে শুভাংশু পাড়ি দেবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) দিকে।
শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 14 June 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন এক গৌরবগাথা। প্রথমবার মহাকাশে পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার পাইলট ও আইএসআরও-র নভোচারী শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)। বহু প্রতীক্ষিত এএক্স-০৪ মিশনের উড়ান অবশেষে নির্ধারিত হয়েছে ১৯ জুন (Shubhangshu Shukla New Date)।
এই ঐতিহাসিক অভিযান শুরু হবে আমেরিকার নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে। শক্তিশালী স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে শুভাংশু পাড়ি দেবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) দিকে।
প্রযুক্তিগত সমস্যার পরে ফের সবুজ সংকেত
এর আগে রকেটে অক্সিজেন লিক ধরা পড়ায় এএক্স-০৪ মিশন স্থগিত হয়ে যায়। তবে সম্প্রতি ইসরো, স্পেস এক্স এবং অ্যাক্সিওম স্পেস-এর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সব সমস্যার সমাধান হওয়ায়, নতুন করে নির্ধারিত হল উৎক্ষেপণের দিনক্ষণ।
প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় মুখ
এই মিশনে শুভাংশু শুক্লা আন্তর্জাতিক ক্রু-র সঙ্গে যোগ দিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মহাকাশ স্টেশনে তিনি ভারতের তৈরি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। পাশাপাশি নাসার সঙ্গে যৌথ গবেষণাতেও অংশ নেবেন।
এমন মিশনে ভারতের সরাসরি অংশগ্রহণ এক ঐতিহাসিক ঘটনা। ভারতের তরুণ প্রজন্মের কাছে এটি অনুপ্রেরণার নতুন দিশা খুলে দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আইএসএস-এ সমস্যা, কিন্তু এএক্স-০৪ নিরাপদ
এদিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ান সেগমেন্টে সামান্য চাপঘাটতির সমস্যা দেখা দিলেও, এএক্স-০৪ মিশনের সঙ্গে সেটি কোনওভাবেই যুক্ত নয়। অ্যাক্সিওম স্পেস জানিয়েছে, সমস্ত দিক সুরক্ষিত রেখেই এগোনো হচ্ছে।
বাণিজ্যিক মহাকাশ স্টেশনই লক্ষ্য
এএক্স-০৪ মিশন অ্যাক্সিওম স্পেস-এর বৃহৎ পরিকল্পনার অংশ। সংস্থার লক্ষ্য, আগামী দিনে পৃথিবীর কক্ষপথে প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করা। আর এই অভিযানে শুভাংশুর মতো একজন ভারতীয়ের অংশগ্রহণ নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের বিষয়।