শেষ আপডেট: 14th September 2024 15:00
দ্য ওয়াল ব্যূরো: পেঁয়াজ রপ্তানিতে কঠিন শর্ত শিথিল করল ভারত সরকার। বিদেশে রপ্তানি করতে হলে প্রতি টনের দাম ৫৫০ মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছিল ভারত সরকার। সেই সঙ্গে চাপানো হয়েছিল ৪০ শতাংশ হারে রপ্তানি শুল্ক। ডিরেক্টর জেনালের অফ ফরেন ট্রেড ঘোষণা করেছে, দুই ক্ষেত্রেই শর্ত শিথিল করা হয়েছে। ব্যবসায়ীরা নিজেরা রপ্তানির দাম স্থির করতে পারবেন। এছাড়া রপ্তানি শুল্ক অর্ধেক করা হল।
লোকসভা ভোটের কারণে গত বছর পেঁয়াজ-সহ অনেক পণ্যের রপ্তানিতে লাগাম পরিয়েছিল ভারত সরকার। ভোটের সময় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেয় সরকার। পেঁয়াজ নিয়ে মহা সমস্যায় পড়ে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও রপ্তানিকারকেরা। আগামী নভেম্বরে ওই রাজ্যে বিধানসভার ভোট। তার আগে পেঁয়াজ রপ্তানিতে শর্ত শিথিল করে মহারাষ্ট্রের কৃষকদের খুশি করার চেষ্টা করল নরেন্দ্র মোদীর সরকার। এই সপ্তাহের শেষের দিকে প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে।
এদিকে, ভারত সরকারের পেঁয়াজ সংক্রান্ত সিদ্ধান্তে বিশেষভাবে লাভবান হবে বাংলাদেশ। পড়শি দেশের ব্যবসায়ীরা ভারত থেকেই সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে থাকে। সে দেশে কিছু মানুষ কথায় কথায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেও ভারতের পেঁয়াজের স্বাদ এবং ঝাঁজ তাদের প্রথম পছন্দ।
ভারত সরকার গত বছর পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করলেও বাংলাদেশকে ছাড় দেওয়া হয়। নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ দেওয়া হবে বলে গত বছরই দু-দেশের মধ্যে আলোচনায় স্থির হয়েছিল। এখন বাংলাদেশের রপ্তানিকারকেরা আরও কম দাম ভারতের পেঁয়াজ আমদানি করতে পারবেন। ফলে সে দেশের বাজারে পেঁয়াজের চড়া দাম কমে আসবে।
ভারতের সরকারি সূত্রে বলা হয়েছে, বাংলাদেশের প্রাণি সম্পদ উপদেষ্টা ঘোষণা করেছেন, এবার পুজোর সময় তাঁরা ভারতে ইলিশ পাঠাতে চান না। ভারতের বাণিজ্য মন্ত্রকের এক কর্তার কথায়, এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ, রপ্তানির বিষয়টি বাণিজ্য মন্ত্রক দেখে। বাংলাদেশের ভারতে সারা বছর পাঁচ হাজার টন ইলিশ দেওয়ার কথা। এই মর্মে দুই দেশের রপ্তানি ও আমদানিকারকদের মধ্যে বোঝাপড়া আছে।
যদিও বিগত কোনও বছরেই ভারত ওই পরিমাণ ইলিশ নেয়নি। কারণ, অক্টোবরের মাঝামাঝি থেকে বাংলাদেশে ইলিশ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ভারতে অক্টোবরের মাঝামাঝি থেকে ইলিশের চাহিদা বৃদ্ধি পায়। এক সরকারি কর্তা জানিয়েছেন, ইলিশ না দিলেও পেঁয়াজ নিয়ে ভারত সরকারের নয়া সিদ্ধান্তের সুবিধা বাংলাদেশও পাবে। রপ্তানি মূল্য হ্রাসের ফলে সে দেশেও পেঁয়াজের দাম অনেকটাই কমে যাবে।