প্রতীকী ছবি।
শেষ আপডেট: 13 May 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: খুচরো বাজারে খানিকটা স্বস্তি। খুচরো বাজারের মূল্যবৃদ্ধি কিছুটা কমে এপ্রিল মাসে ৩.১৬ শতাংশে এসে ঠেকেছে। গত মার্চ মাসে তা ছিল ৩.৩৪ শতাংশ। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি খুব ধীরগতিতে হওয়ায় প্রায় ৬ বছর পর খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ৩.১৬ শতাংশে আটকে গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে অনুমান দিয়েছিল। কিন্তু, জিনিসপত্রের দাম খুব একটা না বাড়ায় এবং ফলন ভাল হওয়ায় খুব ধীরগতিতে দাম বৃদ্ধি ঘটায় টানা তিন মাস ধরে খুচরো বাজারে তেমন প্রভাব পড়েনি। মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়ে গিয়েছে দাম। রিজার্ভ ব্যাঙ্ক ছাড়াও অর্থনীতিবিদদের ধারণা ছিল খুচরো বাজারে দাম বৃদ্ধির হার ৩.২৭ শতাংশের কাছাকাছি থাকবে। কিন্তু, তাকেও মিথ্যা প্রমাণ করে দাম কমেছে।
এর মধ্যে খাদ্যদ্রব্যের দাম, যা খুচরো বাজারের অর্ধেকটা নিয়ন্ত্রণ করে, তা দাম অত্যন্ত ধীরগতিতে চড়েছে। মাত্র ১.৭৮ শতাংশ, গত মার্চে যা ছিল ২.৬৯ শতাংশ। ২০২১ সালের অক্টোবরের পর থেকে যা সর্বনিম্ন। একইভাবে সবজিপাতির দামেও স্বস্তিতে রয়েছেন মধ্যবিত্তরা।