শেষ আপডেট: 7th January 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: একধাক্কায় অনেকটাই কমে যেতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হার। সেটা হতে পারে বিগত ৪ বছরের সর্বনিম্ন! এমনই আভাস মিলেছে। আর এই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্যই। তাই স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের। আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে?
ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও-র রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবর্ষে যে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ, সেটাই চলতি অর্থবর্ষে হতে চলেছে ৬.৪ শতাংশ। এটা হলে তা হবে গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়া নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল। যদিও তাদের পূর্বাভাস ছিল, এই হার চলতি অর্থবর্ষে হতে পারে ৬.৬ শতাংশ। তবে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল বলছে, তার থেকেও কম হবে বৃদ্ধির হার। এই বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। অর্থনীতিবিদরা অনুমান করেছিলেন যে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থাকতে পারে। তবে বাস্তবে তা প্রত্যাশার চেয়ে অনেকটাই কমে হয়ে দাঁড়ায়। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) সময়কালে তা হয়েছিল ৫.৪ শতাংশ।
বিশেষজ্ঞ মহল মনে করেছিল, উৎসবের মরসুম এবং সরকার ঘোষিত নানাবিধ প্রকল্প আগামী ত্রৈমাসিকে কিছুটা এর বৃদ্ধি ঘটাবে। তবে এনএসও-র রিপোর্টে চিন্তা স্বাভাবিকভাবেই বাড়ল মোদী সরকারের। আগামী ৩ বছরের মধ্যে বিজেপি সরকার দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে জিডিপি বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস এল, তা অবশ্যভাবে আশঙ্কার বাতাবরণ তৈরি করেছে দেশের অর্থনৈতিক মহলে।