শেষ আপডেট: 6th January 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: ১ জানুয়ারি, ২০২৫ থেকে নতুন প্রজন্ম জেনারেশন বিটা (Generation Beta) শুরু হয়েছে। আর ভারতবর্ষে জন্মানো এই প্রজন্মের প্রথম শিশুর নাম জানা গেল। মিজোরামে জন্ম নেওয়া ফ্র্যাঙ্কিই হল জেনারেশন বিটা-র প্রথম শিশু।
নতুন বছরকে স্বাগত জানিয়ে যখন গোটা বিশ্ব মেতে উঠেছে সেই সময়ে মিজোরামের আইজলের সিনড হাসপাতালে ১২.০৩ নাগাদ জন্ম নিয়েছে এই শিশু। দাবি করা হচ্ছে, ভারতে জেনারেশন বিটা (Generation Beta)-র প্রথম জন্মানো শিশুই জন্মেছে এই হাসপাতালে। তারই নাম দেওয়া হয়েছে ফ্র্যাঙ্কি।
আইজলের খাটলার বাসিন্দা রামজিরমাউই এবং জেডডি রেমরুতসাঙ্গার পুত্র ফ্রাঙ্কি। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, জন্মানোর সময়ে ফ্র্যাঙ্কির ওজন ছিল ৩.১২ কেজি এবং সে একদম সুস্থই রয়েছে। কোনও রকম জটিলতা নেই তার মধ্যে। স্বাভাবিকভাবেই নিজেদের পুত্র সন্তানকে নিয়ে খুশি দম্পতি। আরও বেশি খুশি তাঁদের ছেলে জেনারেশন বিটা (Generation Beta)-র প্রথম জন্মানো শিশু বলে।
বিশ্বের নিরিখে ফ্র্যাঙ্কি জেনারেশন বিটা (Generation Beta)-য় জন্মানো দ্বিতীয় শিশু। প্রথম হিসেবে ধরা হচ্ছে অস্ট্রেলিয়ায় জন্মানো শিশু রেমিকে। নিউ সাউথ ওয়েলসের কমবোইনে জে-লিং হুয়াং এবং লিয়াম ওয়ালশ নামের দম্পতির সন্তান সে। নির্ধারিত সময়ের ২ সপ্তাহ আগেই রেমি জন্ম নিয়েছে।
জেনারেশন বিটা, জেনারেশন আলফার (২০১০-২০২৪) পরবর্তী প্রজন্ম। এর আগে ছিল জেনারেশন জেড (১৯৯৬-২০১০) এবং তারও আগে মিলেনিয়ালস (১৯৮১-১৯৯৬)। জেনারেশন আলফা থেকে শুরু হওয়া গ্রিক বর্ণমালার ধারাবাহিকতায় এই নতুন নামকরণ করা হয়েছে।