শেষ আপডেট: 16th April 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: জ্বর হলেই দুম করে একটা প্যারাসিটামল (Paracetamol) খেয়ে নেওয়া অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ ভারতীয়র। বিভিন্ন রকম প্যারাসিটামল ওষুধ বাজারে ছেয়েও গেছে। আগের তুলনায় মানুষের কাছে অপশনও বেশি। কিন্তু একজন চিকিৎসক সমাজমাধ্যমে উল্লেখ করেছেন যে, বিশেষ এক ধরনের প্যারাসিটামলের চাহিদা ভারতীয়দের কাছে অন্য মাত্রায় পৌঁছে গেছে। তা হল - ডোলো ৬৫০ (Dolo 650)।
সোশ্যাল মিডিয়ায় পালানিয়াপ্পান মানিচকাম নামের এক চিকিৎসক (গ্যাস্ট্রোয়েনটেরোলজিস্ট) দাবি করেছেন, বিগত কয়েক বছরে ডোলো ৬৫০ নামের প্যারাসিটামলের চাহিদা বহুগুণ বেড়েছে। এমনই অবস্থা তা কার্যত মুড়ি-মুড়কির মতো খাচ্ছেন আমজনতা। ডাক্তারের কথায়, 'ক্যাডবেরী জেমসের মতো ডোলো ৬৫০ খাচ্ছেন ভারতীয়রা।' তাঁর এই দাবিতে স্বাভাবিকভাবে চর্চা শুরু হয়েছে। অনেকের ধারণা, আদতে এত পরিমাণ ওষুধ ক্ষতি করছে শরীরের।
মূলত কোভিডের সময় থেকে ডোলো ৬৫০-র চাহিদা বেড়েছে বলে মনে করেন অনেকে। কারণ ওই সময় সর্দি-জ্বর কার্যত ঘরে ঘরে বেড়েছিল। আর শরীর ঠিক রাখতে এই ওষুধ ওই সময়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল বলেই মনে করেন অনেকে। তাই আমজনতার জন্য এই ওষুধ তখন থেকেই নিত্যপ্রয়োজনীয় হয়ে পড়ে বলে ধারণা চিকিৎসকদের একাংশের।
জ্বর, মাথাব্যাথা, গা-হাত-পা ব্যাথা নিরাময়ে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। ফোর্বস বলছে, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৩৫০ কোটি ডোলো ৬৫০ ট্যাবলেট বিক্রি হয়েছে। আর ওষুধ কোম্পানির এক বছরে ন্যূনতম লাভের অঙ্কের পরিমাণ ৪০০ কোটি টাকা! প্যানডেমিকের আগে বছরে সাড়ে ৭ কোটি ডোলো ৬৫০ ওষুধের পাতা বিক্রি হত। কিন্তু ২০২০-র পর থেকে তা বেড়ে এখন প্রায় ১৫ কোটি পাতা বিক্রি হয় বছরে।