Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়াWTC Final: ঐতিহাসিক জয়ের পর বাভুমার প্রথম প্রতিক্রিয়ায় রাবাদা, মার্করামের প্রশংসাঘুমের মধ্যেই ছোট্ট শরীরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ছেলেকে বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন মা'মনে হচ্ছিল ভূমিকম্প বা বিস্ফোরণ', আমদাবাদ বিমান দুর্ঘটনার মুহূর্ত এখনও ভোলেননি স্থানীয়রাআইসক্রিম কেক দিয়ে হোক ফাদার্স ডে সেলিব্রেশন, অফার নিয়ে হাজির বাসকিন রবিন্সচরিত্রে মানানসই হতে হবে, স্বেচ্ছায় গোটা শরীর বদলে ফেলেছেন এই ৫ বলিউড তারকাস্বর্গমর্ত্য জুড়ে সারমেয়, অসুরদের গরুচুরি ধরেছিল, ছিল রাজারাজড়াদের শিকার-সহায়কব্রিটেন সফর নিয়ে ইউনুসকে তীব্র আক্রমণ হাসিনা পুত্র জয়ের 'তুই যা, আমি আসছি', হস্টেল ভেদ করে ঢুকে গেল বিমান, বন্ধুর কাছে আর ফেরা হল না আরিয়ানের'শাবানাকে চুমু খাওয়ার পরেই আমি...' নব্বইয়ে এসেও চরম 'রোম্যান্টিক' ধর্মেন্দ্র
Miss World Contestants

বিশ্বসুন্দরী প্রতিযোগীদের দলিত, আদিবাসী, অনুন্নত মেয়েদের দিয়ে পা ধুয়ে দেওয়া নিয়ে তরজা

বিশ্বসুন্দরী প্রতিযোগীদের তেলঙ্গানার বিখ্যাত রামাপ্পা মন্দিরে পা ধুইয়ে দেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।

বিশ্বসুন্দরী প্রতিযোগীদের দলিত, আদিবাসী, অনুন্নত মেয়েদের দিয়ে পা ধুয়ে দেওয়া নিয়ে তরজা

তেলঙ্গানার রামাপ্পা মন্দিরের বাইরে সৌন্দর্য প্রতিযোগীদের পা ধুয়ে দেওয়া হচ্ছে।

শেষ আপডেট: 16 May 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসুন্দরী প্রতিযোগীদের তেলঙ্গানার বিখ্যাত রামাপ্পা মন্দিরে পা ধুইয়ে দেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শাসক কংগ্রেসের উপর খড়্গহস্ত হয়েছে বিরোধী ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপি। একে রাজ্যের নারীজাতির প্রতি অসম্মান বলে বর্ণনা করেছে তারা।

মুলুগু জেলার রামাপ্পা মন্দির একটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইটের অন্তর্গত এই মন্দির। ভিডিওয় দেখা গিয়েছে, স্বেচ্ছাসেবী নামে মহিলারা সৌন্দর্য প্রতিযোগিণীদের পা ধুতে সাহায্য করছেন। থালার মতো পাত্রের উপর পা রাখা সুন্দরীদের জল দিয়ে পা ধুয়ে, শুকনো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছেন তাঁরা।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতারা শাড়ি পরে বসে রয়েছেন। আর তাঁদের পা ধুয়ে দিচ্ছিলেন রাজ্যের মেয়েরা। প্রসঙ্গত, এই প্রতিযোগিতার একটি অঙ্গ হল হেরিটেজ সাইট পরিদর্শন। একে নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিআরএস বলেছে, এটা মর্মান্তিক ঘটনা। স্থানীয় দলিত, আদিবাসী ও আর্থিকভাবে অনুন্নত মহিলাদের দিয়ে জোর করে বিদেশিনী সুন্দরীদের পা ধোয়া ও মোছানো হয়েছে।

এক প্রেস বিবৃতিতে দল বলেছে, এতে রাজ্যের বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে। রাজ্য সরকারের নারীদের প্রতি সম্মানবোধ ও আত্মসম্মান প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রীর আদপেই মাথা খারাপ হয়ে গিয়েছে। কংগ্রেসের জমিদারি ধ্যানধারণার নিন্দা করে বিজেপি বলেছে, এটা কংগ্রেসের পুরনো অসুখ ও মনোবৃত্তি। দাসত্ববৃত্তির মনোভাবাপন্ন তেলঙ্গানা কংগ্রেস সরকার রাজ্যের মেয়েদের হেনস্তা ও অপদস্থ করেছে। ওদের ভিতর থেকে ঔপনিবেশিক দাসত্ববোধ এখনও মুছে যায়নি।

রাজনীতি যেদিকে গড়াক, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক সংস্থা একে স্থানীয় প্রথাগত পরম্পরা বলে ব্যাখ্যা দিয়েছে। এটা পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। মন্দির দর্শনের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার সমালোচনার জবাবে বলেছে, ভারতীয় সংস্কৃতির রীতিই হল অতিথি দেব ভবঃ। অতিথির পা ধুইয়ে দিয়ে স্বাগত জানানোই আমাদের ঐতিহ্য।


ভিডিও স্টোরি