শেষ আপডেট: 13th September 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিককালে লাগাতার দুর্ঘটনায় মুখ পুড়লেও দেশবাসীর ক্ষতে প্রলেপ দিতে বড় ঘোষণা ভারতীয় রেলের। এক ধাক্কায় প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়েছে।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, নন টেকনিকাল পপুলার ক্যাটাগরিতে মোট ১১,৫৫৮ শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে। তবে বিগত ৫ বছরে এত বিপুল কর্মসংস্থান হয়নি বলে দাবি রেলের।
জেনে নিন কারা আবেদন করতে পারবেন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই এই সুযোগ মিলবে। পাশাপাশি স্নাতক উত্তীর্ণদের জন্যও শূন্যপদে নিয়োগের সুযোগসুবিধা থাকছে।
শূন্যপদ
কবে থেকে আবেদন করা যাবে?
গ্রাজুয়েট প্রার্থীরা আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর শেষ সময় ১৩ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত।
উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২১ সেপ্টেম্বর থেকে। ২১ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করা যাবে।
স্নাতকরা কোন পদে আবেদন করবেন?
উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা যে পদে আবেদন জানাবেন
আবেদন করতে খরচ
কীভাবে আবেদন করবেন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আঞ্চলিক যে কোনও অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। প্রত্যেক প্রার্থীর মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। তবে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবেন তাঁরা প্রাথমিকভাবে সপ্তম পে কমিশনের আওতায় আসবেন।