শেষ আপডেট: 1st November 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকেই চালু হল টিকিট রিজার্ভেশনের নতুন নিয়ম। যে নিয়মে দুরপাল্লার ট্রেনের টিকিট এবার বুক করা যাবে ৬০ দিন আগেই। গত মাসের ১৭ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই ঘোষণা করেছিল ভারতীয় রেল। সেই নিয়ম পয়লা নভেম্বর থেকেই চালু হল। রেলের এমন সিদ্ধান্তে খুশি ভ্রমণপ্রিয় মানুষজন।
রেলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ১২০ দিন আগে টিকিট বুকিংয়ের যে নিয়ম লাগু ছিল তাতে এবার পরিবর্তন আসতে চলেছে। আজ থেকেই বেড়াতে যাওয়ার মাত্র দু-মাস আগেই দূরযাত্রার জন্য টিকিট কাটা যাবে। বৃহস্পতিবার পর্যন্ত আগের নিয়মে অর্থাৎ ১২০ দিন আগেই সংরক্ষিত আসনের জন্য টিকিট কাটা যাচ্ছিল। কিন্তু শুক্রবার থেকে বদলে গেল নিয়ম।
রেল পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, এত লম্বা সময়ের কারণে রিজার্ভড টিকিটের প্রায় ২১ শতাংশ বাতিল হয়েছে। এছাড়া আরও ৫ শতাংশ যাত্রী সফর না করলেও টিকিট বাতিল করেননি। টিকিট কেটেও যাত্রার সময় এই যে অনুপস্থিতি সেই বিষয়টি নজরে এড়ায়নি রেলের। ফলে তারা শেষপর্যন্ত এই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেয়।
নয়া নিয়মে এটা যেমন ঠিক তিন মাস আগে টিকিট বুকিং করা যাবে না। তেমনই যারা আগেভাগেই টিকিট কেটে রেখেছেন তাঁদের কোনও সমস্যা হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিট ক্যানসেল করার ক্ষেত্রেও এই ৬০ দিনের সময়সীমাই মানতে হবে। তবে তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস-এই দুটি ট্রেনে আসন সংরক্ষণের জন্য মানতে হবে ১২০ দিনের সময়সীমাই।
রেলের এমন সিদ্ধান্তে যাত্রীরা জানিয়েছেন, চারমাস আগে ভ্রমণের পরিকল্পনা করা খুবই সমস্যার। শুধুমাত্র টিকিট কাটার জন্য তা করতে বাধ্য হতেন অনেকেই। কারণ চারমাস সময়ের মধ্যে ভাল-মন্দ অনেক কিছু হতে পারে। সুবিধা-অসুবিধাও হতে পারে অনেক। কিন্তু এখন টিকিট কাটার সময় কমে আসায় এই সমস্যা থেকে মিলল মুক্তি।