শেষ আপডেট: 5th February 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে মার্কিন সেনাবাহিনীর বিমান অমৃতসর বিমানবন্দরে নামার পরেই যাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতার করা হবে। সূত্রে জানা গিয়েছে, দেশে ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে ৩০ জন পাঞ্জাবের, ৩৩ জন করে গুজরাত ও হরিয়ানার, ৩ জন করে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এবং ছত্তীসগড়ের ২ জন আছেন। সংবাদমাধ্যম ইটিভি ভারত একটি সূত্রে জানিয়েছে, বিমানবন্দরে নামা মাত্রই অপরাধমূলক কাজে বা ষড়যন্ত্রে অভিযুক্তদের গ্রেফতার করে হেফাজতে নেওয়া হবে।
সূত্রটি ইটিভি ভারতকে জানিয়েছে, কী করে তারা আমেরিকায় পৌঁছল, এসব খতিয়ে দেখা ছাড়াও সকলের অতীতের জীবন সংক্রান্ত খোঁজ নেওয়া হবে। বিশেষ করে কারও অপরাধঘটিত অতীত আছে কিনা তাও দেখা হবে। যদি কারও জীবনে আগের কোনও অপরাধের অভিযোগ থাকে, তাহলে তাকে বিমানবন্দরেই গ্রেফতার করবে কর্তৃপক্ষ। কারণ, এদের সকলকেই মার্কিন বিমানবন্দরে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে বিমানে তুলেছে সেদেশের সেনারা। যা দেখে বুধবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা।
বিমানের ভিতরের একটি ছবিতে দেখা যাচ্ছে, ভিতরে চারটি সারিতে মুখোমুখি বসে রয়েছেন ভারতীয়রা। অনেকেরই মুখে মাস্ক রয়েছে, অর্থাৎ তাঁরা পরিচয় প্রকাশ করতে চান না। মার্কিন সেনারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেখানে ঘুরেফিরে পাহারা দিচ্ছেন। সূত্রটি আরও জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের সকলের নথিপত্র পরীক্ষা করে দেখা হবে। গুজরাতের বাসিন্দাদের অন্য একটি বিমানে দেশে পাঠানো হবে এবং অন্যদের বাসে করে রওনা করে দেবে সরকার।
ফেরত পাঠানো ভারতীয়দের দুর্দশা-হেনস্তা দেখে কংগ্রেসের প্রচার বিভাগীয় প্রধান পবন খেরা এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একটি এক্সবার্তায় এদিনই তিনি লিখেছেন, ভারতীয়দের যেভাবে হাতকড়া পরিয়ে অপমান করে ফেরত পাঠিয়েছে আমেরিকা তা অত্যন্ত বেদনাজনক। একইসঙ্গে তিনি কংগ্রেসের ইউপিএ আমলের একটি কথাও মনে করিয়ে দিয়েছেন বিজেপি সরকারকে। ২০১৩ সালে ভারতীয় কূটনীতিক দেবযানী খোব্রাগাড়েকে গ্রেফতারের প্রতিবাদে আমেরিকাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেন খেরা। অর্থাৎ তিনি বিজেপি সরকারের কাছে অবৈধভাবে আমেরিকায় বাস করা ভারতীয়দের ফেরত পাঠানোর পদ্ধতির প্রতিবাদ জানানোর দাবি তুলেছেন।