ভদ্রেশকুমার চেতনভাই পটেল
শেষ আপডেট: 17th January 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই(FBI)-এর মোস্ট ওয়ান্টেড দশ অপরাধীর তালিকায় রয়েছে ৩৪ বছরের ভদ্রেশকুমার চেতনভাই পটেল(Bhadreshkumar Chetanbhai Patel) । অভিযোগ, ২০১৫ সালের এপ্রিল মাসে মেরিল্যান্ডে নিজের স্ত্রীকে হত্যা করেছিল ভদ্রেশ। পটেলের সন্ধান দিলে এফবিআই ২,৫০,০০০ ডলার (প্রায় ২.১৬ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে।
গুজরাতে (Gujarat) জন্ম নেওয়া পটেল মেরিল্যান্ডে এক ডোনাটের দোকানে কাজ করত। সেখানেই তার স্ত্রী পলকও কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, ২০১৫ সালের এপ্রিলে কাজের ফাঁকে পটেল কোনও এক ভারী বস্তু দিয়ে স্ত্রীর মাথায় বারবার আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পলকের।
খুনের পরই পটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রি খুন, ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রি হামলা এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ২১ বছরের পলক তখন ভারতে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বামী এতে আপত্তি জানায়। পটেলের ওয়ার্ক ভিসা খুনের এক মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এফবিআইয়ের বাল্টিমোর ডিভিশনের বিশেষ এজেন্ট জোনাথন শ্যাফার বলেছেন, "সম্ভবত পলকের ভারত ফিরে যাওয়ার সিদ্ধান্তে পটেল সম্মানহানি হবে ভেবে ক্ষুব্ধ হয়ে ওঠে।"
খুনের পর ভদ্রেশ পালিয়ে যায়। তদন্তকারীদের মতে, পটেল হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মীয়দের কাছে লুকিয়ে রয়েছে, কিংবা কানাডা বা ভারতে পালিয়ে গিয়েছে।
বৃহস্পতিবার এফবিআই পটেলকে "সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক" বলে ঘোষণা করেছে। পটেল সম্পর্কে কোনও তথ্য থাকলে এফবিআই-এর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।