শেষ আপডেট: 3rd January 2025 21:36
দ্য ওয়াল ব্যুরো: হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে এখন আতঙ্ক বাড়ছে ধীরে ধীরে। চিনে নাকি এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাতে নাকি আক্রান্ত একাধিক। এই অবস্থায় ফের করোনাকাল মনে করে ভয় পাচ্ছেন ভারতীয়রা। তাহলে কি আবার সেই '২০২০'-র পরিস্থিতি তৈরি হবে? যদিও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছেন ভারতীয় বিশেষজ্ঞরা।
ভারতের 'ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল'-র (এনসিডিসি) বিশেষজ্ঞরা বলছেন, সমস্ত ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকে বাঁচতে সতর্ক থাকা দরকার। তাহলেই আর কোনও ভয় থাকবে না। আর এখনই এই নয়া ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বক্তব্য, আর পাঁচটা শ্বাসনালীর সংক্রমণকারী ভাইরাসের মতোই হল হিউম্যান মেটানিউমো ভাইরাস।
বিশেষজ্ঞরা এও বলছেন, শীতকালে ঠান্ডা বেশি পড়লে অনেক সময়ই এমন ভাইরাসের প্রকোপ বাড়ে। তবে সেটা সামলাতে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল যথেষ্ট প্রস্তুত থাকে এবং রয়েছেও। তাই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।
ইতিমধ্যে জানা গেছে, সাধারণত ঠান্ডা লাগার মতোই উপসর্গ তৈরি করে এই ভাইরাস, ঠিক যেমন করত করোনা ভাইরাস। একদম সাধারণ উপসর্গ কাশি, জ্বর, নাকের সমস্যা, শ্বাসকষ্ট। তবে মারাত্মক আকার ধারণ করলে যে কোনও রোগীর ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। ভাইরাসের আক্রান্ত হওয়ার ৩ থেকে ৬ দিনের মধ্যেই তার উপসর্গ সামনে আসবে।
গবেষকরা বলছেন, করোনার সময়ে যেভাবে মানুষ সতর্ক হয়েছিলেন, এবারও একই পথ অবলম্বন করতে হবে। সময় মতো অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, বাইরে বেরলে নোংরা হাত মুখে না দেওয়া, রোগীর থেকে দূরত্ব বজায় রাখার মতো কাজ করতে হবে।