Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
গুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চন
Resident of Bengal pushed into Bangladesh

ভারতীয় হিসাবে নথিপত্র দেওয়ার পরও মুর্শিদাবাদের যুবককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে বিএসএফ

গত এক দেড়-মাস যাবত বিএসএফের পুশ ব্যাক চললেও এই বাহিনী সরকারিভাবে কিছু জানাচ্ছে না। 

ভারতীয় হিসাবে নথিপত্র দেওয়ার পরও মুর্শিদাবাদের যুবককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে বিএসএফ

মেহবুব শেখ। মুর্শিদাবাদের এই যুবককে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, অভিযোগ পরিবারের

শেষ আপডেট: 16 June 2025 05:08

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মেহবুব শেখকে বিএসএফের উত্তরবঙ্গের শাখা পুশ ব্যাক বা ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ভগবানগোলার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ছত্রিশের মেহবুব মহারাষ্ট্রের ঠাণেতে রাজমিস্ত্রির কাজ করতেন। মহারাষ্ট্র পুলিশ তাঁকে গত ১১ জুন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতার করেছিল। তাঁর ভাই মুজিবুর রহমান জানিয়েছেন, দাদাকে গত শুক্রবার ভোর রাতে শিলিগুড়ির বিএসএফ ইউনিট বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে।

পরিবার সুত্রের খবর, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্যদের সভাপতি সামিরুল ইসলাম ওই পরিযায়ী শ্রমিকের দুর্দশার বিষয়টি জানার পর মহারাষ্ট্র পুলিশের যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র পাঠান। মেহবুবের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, পঞ্চায়েতের সার্টিফিকেট ইত্যাদি পাঠান। পরিবারের দাবি, মহারাষ্ট্র পুলিশ ওই সব নথিপত্রকে গুরুত্ব দেয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও মহারাষ্ট্র পুলিশকে মেহবুরের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে রিপোর্ট পাঠানো হয়েছিল ঠাণেতে। তাতেও সাড়া মেলেনি মহারাষ্ট্র পুলিশের।

মেহবুবের ভাই মুজিবুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা মুম্বইয়ের অদূরে অবস্থিত ঠাণেতে গেলে মহারাষ্ট্র পুলিশ জানায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত মেহবুব-সহ আরও কয়েকজনকে তারা শিলগুড়িতে বিএসএফের ইউনিটের কাছে হস্তান্তর করেছে। মুজিবুর জানান, শিলিগুড়ির বিএসএফের ইউনিটে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা সেখান থেকে জানতে পেরেছেন, গত শুক্কবার কাকভোরে মেহবুব-সহ ধৃত সকলকে ‘পুশ ব্যাক’ করা হয়েছে। যদিও সরকারিভাবে বিএসএফ এবং মহারাষ্ট্র পুলিশ এই বিষয়ে কিছু জানায়নি। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-ও এখনও মুখ খোলেনি।

গত এক দেড়-মাস যাবত বিএসএফের পুশ ব্যাক চললেও এই বাহিনী সরকারিভাবে কিছু জানাচ্ছে না। অন্যদিকে, বিজিবি একাধিকবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, বিএসএফ এমন অনেককে বাংলাদেশি বলে ঠেলে পাঠাচ্ছে যাদের কাছে ভারতীয় হিসাবে নথিপত্র আছে।


ভিডিও স্টোরি