গত এক দেড়-মাস যাবত বিএসএফের পুশ ব্যাক চললেও এই বাহিনী সরকারিভাবে কিছু জানাচ্ছে না।
মেহবুব শেখ। মুর্শিদাবাদের এই যুবককে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, অভিযোগ পরিবারের
শেষ আপডেট: 16 June 2025 05:08
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মেহবুব শেখকে বিএসএফের উত্তরবঙ্গের শাখা পুশ ব্যাক বা ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ভগবানগোলার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ছত্রিশের মেহবুব মহারাষ্ট্রের ঠাণেতে রাজমিস্ত্রির কাজ করতেন। মহারাষ্ট্র পুলিশ তাঁকে গত ১১ জুন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতার করেছিল। তাঁর ভাই মুজিবুর রহমান জানিয়েছেন, দাদাকে গত শুক্রবার ভোর রাতে শিলিগুড়ির বিএসএফ ইউনিট বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে।
পরিবার সুত্রের খবর, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্যদের সভাপতি সামিরুল ইসলাম ওই পরিযায়ী শ্রমিকের দুর্দশার বিষয়টি জানার পর মহারাষ্ট্র পুলিশের যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র পাঠান। মেহবুবের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, পঞ্চায়েতের সার্টিফিকেট ইত্যাদি পাঠান। পরিবারের দাবি, মহারাষ্ট্র পুলিশ ওই সব নথিপত্রকে গুরুত্ব দেয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও মহারাষ্ট্র পুলিশকে মেহবুরের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে রিপোর্ট পাঠানো হয়েছিল ঠাণেতে। তাতেও সাড়া মেলেনি মহারাষ্ট্র পুলিশের।
মেহবুবের ভাই মুজিবুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা মুম্বইয়ের অদূরে অবস্থিত ঠাণেতে গেলে মহারাষ্ট্র পুলিশ জানায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত মেহবুব-সহ আরও কয়েকজনকে তারা শিলগুড়িতে বিএসএফের ইউনিটের কাছে হস্তান্তর করেছে। মুজিবুর জানান, শিলিগুড়ির বিএসএফের ইউনিটে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা সেখান থেকে জানতে পেরেছেন, গত শুক্কবার কাকভোরে মেহবুব-সহ ধৃত সকলকে ‘পুশ ব্যাক’ করা হয়েছে। যদিও সরকারিভাবে বিএসএফ এবং মহারাষ্ট্র পুলিশ এই বিষয়ে কিছু জানায়নি। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-ও এখনও মুখ খোলেনি।
গত এক দেড়-মাস যাবত বিএসএফের পুশ ব্যাক চললেও এই বাহিনী সরকারিভাবে কিছু জানাচ্ছে না। অন্যদিকে, বিজিবি একাধিকবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, বিএসএফ এমন অনেককে বাংলাদেশি বলে ঠেলে পাঠাচ্ছে যাদের কাছে ভারতীয় হিসাবে নথিপত্র আছে।