শেষ আপডেট: 9th December 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিভিন্ন তথ্যভাণ্ডারে বারবার হানা দিচ্ছে সাইবার হ্যাকাররা। ক'দিন আগেও বিভিন্ন বিমানসংস্থার কাছে বারবার হুমকি ফোন, খবর আসছিল বিমানে বোমা রাখা আছে। যদিও পরে দেখা যায়, সবটাই ভুয়ো। স্বাভাবিক ভাবেই এই হুমকির জেরে ব্যাহত হয় দেশের বিমান চলাচল। আর তাতে কোটি কোটি টাকার ক্ষতির মুখেও পড়ে সংস্থা। যাত্রীদের ভোগান্তি তো আছেই।
তাছাড়া গোটা দেশে রোজ সাধারণ মানুষের ডিজিটাল প্রতারণার শিকার হওয়ার খবর তো আছেই। সাধারণ মানুষের জীবনের একটা দিক হলেও এরই সঙ্গে জড়িয়ে আছে প্রতিরক্ষার বিষয়টিও।
সূত্রের খবর, মূলত চিন-পাকিস্তানের হ্যাকাররা ইসরোর মতো দেশের প্রথম সারির নানা সরকারি প্রতিষ্ঠান, যেগুলোর সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি যোগাযোগ আছে সেই ওয়েবসাইট তো বটেই, ভারতীয় সেনার ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আর এই কারণে দিনে দিনে বিপদ বাড়ছে। যে কোনও দেশের তথ্যভাণ্ডারই সেই দেশের কাছে প্রাণভোমরা। তাই এই তথ্যভাণ্ডারকে সুরক্ষিত রাখতে, শত্রুর হামলার পাল্টা জবাব দিতে ভারতীয় সেনা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।
ভারতের সামরিক ব্যবস্থার সঙ্গে জড়িত যে কোনও সিক্রেট ডেটাবেসকে সুরক্ষিত রাখতে কাজ শুরু করেছে Command Cyber Operations and Support Wings। যা ভারতীয় সেনার একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট।
প্রতিরক্ষা বিভাগের নিজেদের মধ্যে কমিউনিকেশনকে নিরাপদ রাখার দায়িত্বও এই ইউনিটের ওপর। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শত্রু দেশ যাতে তথ্য হাতাতে না পারে সেটাই দেখবে এই বাহিনী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে ৫ হাজার সাইবার কমান্ডো তৈরি করা হবে। কেন্দ্র-রাজ্যের ফোর্স থেকে বাছাই করা কর্মীদের আইআইটি-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোয় ট্রেনিংয়ের কাজ চলবে। প্রথম ধাপে পাস করে বেরোবেন আড়াইশো সাইবার কমান্ডো।