শেষ আপডেট: 9th December 2024 11:32
দ্য ওয়াল ব্যুরো: নতুন এক ধরনের ড্রোন তৈরি করে নিজেদের ক্ষমতা আরও বাড়িয়ে নিল ভারতীয় সেনাবাহিনী। 'খারগা কামিকাজি' নামের এই ড্রোন নিঃশব্দে শত্রুপক্ষের ঘুম ওড়াতে পারে। সেনার তরফে জানানো হয়েছে, এই ড্রোন কোনও ব়্যাডারে ধরা পড়বে না। তাই শত্রুদের আস্তানার কাছাকাছি একে নিয়ে যাওয়া খুবই সহজ।
এই ড্রোনকে 'সুইসাইড' ড্রোনও বলা হয়। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে সংঘাত তাতে এই ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। তবে সবার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানকে এই ড্রোন ব্যবহার করতে দেখা গেছিল। তবে ভারতীয় সেনা যে ড্রোন তৈরি করেছে তার একাধিক বিশেষত্ব রয়েছে।
'খারগা সুইসাইড' ড্রোন
১. এই ড্রোনের গতি ৪০ মিটার প্রতি সেকেন্ড এবং ওজন অত্যন্ত কম।
২. জিপিএস, ক্যামেরা সহ কমপক্ষে ৭০০ গ্রামের বিস্ফোরক বহন করতে পারে এটি।
৩. এই ড্রোন এক থেকে দেড় কিলোমিটার রেঞ্জের বস্তুকে খতম করতে সক্ষম।
৪. প্রত্যেক ড্রোন বানাতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা।
৫. যে কোনও শত্রুপক্ষের বেসে গিয়ে তা ধ্বংস করতে সক্ষম এই ড্রোন। সে কারণেই একে 'সুইসাইড' ড্রোন বলা হয়।
কয়েক দিন আগেই বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫ শতাংশ ড্রোন খতম করেছে 'ড্রোনাম' ব্যবহার করে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিস বা এনএএল এই ধরনের 'স্বদেশী' ড্রোন তৈরি করেছে। কমপক্ষে ১ হাজার কিলোমিটার উচ্চতায় উড়তে পারে সেগুলি।