'অপারেশন সিঁদুর'-এর পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দেখানো হয় যে, স্বর্ণমন্দিরে এয়ার ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স গান বসানো হয়েছিল।
স্বর্ণমন্দির - ফাইল ছবি
শেষ আপডেট: 21 May 2025 07:22
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Attack) বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ভারত। তার পাল্টা হামলাও করে পাক সেনা। প্রায় চারদিন ধরে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। জম্মু-কাশ্মীর সীমান্তে তো বটেই, পাঞ্জাব সহ নানা রাজ্যেই ড্রোন এবং মিসাইল হানার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নাস্তানাবুদ করে পাক ক্ষেপণাস্ত্রকে। ইতিমধ্যে জানা গেছে, পাক সেনার অন্যতম লক্ষ্য ছিল পাঞ্জাবের স্বর্ণমন্দির (Golden Temple)। কিন্তু ভারতীয় সেনা জানিয়েছে, সেখানে কোনও এয়ার ডিফেন্স গান (Air Defence Guns) বসানো হয়নি।
'অপারেশন সিঁদুর'-এর পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দেখানো হয় যে, স্বর্ণমন্দিরে এয়ার ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স গান বসানো হয়েছিল। কিন্তু ভারতীয় সেনা সরকারিভাবে জানিয়ে দিয়েছে, এমন কোনও কিছুই হয়নি। না কোনও বন্দুক, না কামান বা ক্ষেপণাস্ত্র বসানো হয়েছিল স্বর্ণমন্দিরে। যে খবর দেওয়া হয়েছে তা আদতে ভুল। স্বর্ণমন্দির কর্তৃপক্ষের তরফেও স্পষ্ট জানানো হয়েছে যে, ভারতীয় সেনার পক্ষ থেকে তাঁদের সঙ্গে এই বিষয়ে কখনও যোগাযোগ করা হয়নি। মন্দির চত্বরে কোনও ক্ষেপণাস্ত্র বসানোর কথা তাঁরাও জানেন না।
তাৎপর্যপূর্ণভাবে, ভারতীয় সেনারই এক অফিসার, লেফট্যানেন্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে, স্বর্ণমন্দির কর্তৃপক্ষ তাঁদের মন্দির চত্বরে এয়ার ডিফেন্স গান বসাতে অনুমতি দিয়েছিল। শুধু তাই নয়, পাক ড্রোন যাতে ভাল করে দেখা যায় তার জন্য নাকি মন্দিরের আলোও প্রয়োজন মতো বন্ধ করা হয়েছিল। ওই সেনা আধিকারিক দাবি করেছিলেন, এত বছরে প্রথমবার এমনটা হয়েছে। কিন্তু এখন ভারতীয় সেনার তরফেও জানানো হল, এমন কিছুই হয়নি।
অবশ্য সাম্প্রতিক খবর অনুযায়ী, আগামী দিনে অমৃতসরের স্বর্ণমন্দিরে বসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর আকাশ হামলারোধী ব্যবস্থা। স্বর্ণমন্দিরের শীর্ষ ধর্মীয় সংগঠন এক নজিরবিহীন সিদ্ধান্তে সেনাবাহিনীর পরামর্শে মান্যতা দিয়েছে। ভারতীয় সেনা পবিত্র এই তীর্থস্থানের ভিতরে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র-ড্রোন বিধ্বংসী কামান মোতায়েন করছে।
ইন্দিরা গান্ধী জমানায় খলিস্তানি জঙ্গি জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালাকে পাকড়াও করতে বেনজির সেনা অভিযান হয়েছিল স্বর্ণমন্দিরের ভিতরে। সেবার পবিত্র তীর্থস্থানে সেনার প্রবেশ নিয়ে প্রবল আপত্তি তুলেছিল অকাল তখত। কিন্তু, শেষপর্যন্ত ইন্দিরা গান্ধী অনমনীয় মনোভাবে স্বর্ণমন্দিরে ঢুকে 'অপারেশন ব্লু স্টার' চালায় ভারতীয় সেনা এবং খতম করে ভিন্দ্রানওয়ালেকে। তারপর এত বছর কেটে যাওয়ার পর এখন স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থী এই নজিরবিহীন অনুমতি দিয়েছেন ভারতীয় সেনাকে।