শেষ আপডেট: 8th November 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: গুলির লড়াই কিছুতেই বন্ধ হচ্ছে না জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার রাতভর অভিযানে উপত্যকায় ফের বড় সাফল্য যৌথ বাহিনীর। এবার বারামুল্লার সোপোর এলাকায় দুই জঙ্গিকে খতম করল সেনা বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ। পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর।
জম্মু ও কাশ্মীরের একাধিক প্রান্তে জঙ্গিদের উপস্থিতি বেড়েছে। প্রতিদিনই হামলার অভিযোগ সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল বারামুল্লার সোপোর এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। খবর পেতেই অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। সোপোর এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি।
বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে ফেললে পালানোর পথ পায়নি জঙ্গিরা। এরপর আচমকাই গুলি ছুড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় বাহিনীও। প্রায় ১৪ ঘণ্টা ধরে দুই তরফের গুলির লড়াইয়ের পর ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
শুক্রবার কাশ্মীর পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, সোপোরে নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি সেনার তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে কোনওরকম আপোস নয়। উপত্যকায় সন্ত্রাস রুখতে আগামী দিনেও অভিযান জারি থাকবে।
শেষ পাওয়া খবর, এখনও পানিপুরা ও সাগিপোরাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে যৌথবাহিনীর। বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকাগুলিতে লুকিয়ে রয়েছে বলেই মনে করছে পুলিশ।
এদিকে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে বৃহস্পতিবার দুই গ্রাম প্রতিরক্ষা কমিটির সদস্যকে অপহরণ করে হত্যা করেছে জঙ্গিরা। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, নিহতদের নাম নাজির আহমেদ এবং কুলদীপ কুমার। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।