Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
India - China Relations

লাদাখ সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত-চিন সেনা, সমস্যা মিটতেই দীপাবলি উদযাপন

এলএসি সীমান্তে মিষ্টিমুখ করলেন ভারতীয় সেনা এবং চিনের লাল ফৌজ। সীমান্তের পাঁচ জায়গায় জওয়ানরা মিষ্টি বিনিময় করেছেন। 

লাদাখ সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত-চিন সেনা, সমস্যা মিটতেই দীপাবলি উদযাপন

সীমান্তে মিষ্টি বিনিময় করা হচ্ছে - ফাইল ছবি

শেষ আপডেট: 31 October 2024 10:09

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে সংঘাতের জায়গা থেকে সেনা প্রত্যাহার বুধবারই সম্পন্ন হয়েছে ভারত-চিনের। দীপাবলিতে দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টি বিনিময় করবে বলেও জানা গেছিল। সেই মতো বৃহস্পতিবার এলএসি সীমান্তে মিষ্টিমুখ করলেন ভারতীয় সেনা এবং চিনের লাল ফৌজ। লাদাখ ছাড়াও আরও দুই রাজ্যের তিন সীমান্তে জওয়ানরা মিষ্টি বিনিময় করেছেন। 

পূর্ব লাদাখের ডেপসাং এবং দেমচোক থেকে শিবির সরানোর কাজ অনেকদিনই শুরু করেছিল চিন। এছাড়াও লাদাখের বেশ কয়েকটি জায়গায় চিন সেনা ঘাঁটি গেড়েছিল। ধীরে ধীরে সেগুলিও সরিয়ে নেওয়া হয়েছে। গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষের পর থেকে সীমান্তে যে সমস্যা বেড়েছিল তার জেরেই ভারত-চিন সম্পর্কে ফাটল ধরে। তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সামিটে যোগ দেওয়ার আগে থেকে এলএসি-তে সেনা প্রত্যাহার শুরু হয় চিনের। 

এলএসি-র বিতর্কিত অঞ্চলগুলিতে সেনা পিছোনো বা ডিসএনগেজমেন্ট-এর কাজ শেষ করেছে ভারতীয় সেনাও। এই বিষয়টিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে সামনে রেখেই দুই দেশের জওয়ানরা মিষ্টি বিনিময় করেছেন পাঁচ জায়গায়। লাদাখের চুসুল মান্দো এবং দৌলত বেগ ওলদি, অরুণাচল প্রদেশের বাঞ্ছা, বুমলাহ এবং সিকিমের নাথুলা পাস সীমান্তে মিষ্টি বিনিময় করেছে ভারত-চিন সেনা। 

কিছুদিন আগে উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল পূর্ব লাদাখের ডেপসাং এলাকার পেট্রল পয়েন্ট ১০-এ চিনের যে বিরাট শিবির ছিল, ওই একই জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে। এর দক্ষিণ দিকে গত ৯ অক্টোবর দেমচোকের ছবিতে দেখা গেছিল একটি নির্মাণ। সেটাও উধাও। এর থেকেই অনুমান করা হচ্ছিল যে, চুক্তিমতো সেনা শিবির সরিয়ে নিচ্ছে চিন। বুধবার তা পুরোপুরি সম্পন্ন হয়েছে।

ভারতীয় সেনা সূত্রে খবর, খুব তাড়াতাড়ি স্বাভাবিক নজরদারি শুরু হবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায়। কীভাবে কোন এলাকায় নজরদারি চলবে তার ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। খুব দ্রুত টহলদারির পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চলেছে দুই দেশ।


ভিডিও স্টোরি