শেষ আপডেট: 27th November 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর দেশের একাধিক বিমান সংস্থায় ভুয়ো বোমাতঙ্কের হুমকি এসেছে। কিন্তু সেই সংখ্যাটা ঠিক কত, সেই তথ্য এবার প্রকাশ্যে এল। ৯৯৪! বুধবার সংসদে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় বিমান মন্ত্রকের মন্ত্রী মুরলীধর মহল।
রাজ্যসভার সাংসদ কার্তিকেয় শর্মা বিমানে ভুয়ো হুমকির বিষয় নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন। তার উত্তরেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২৪ সালে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ৯৯৪টি ভুয়ো হুমকি এসেছে। বিগত কয়েক বছরের তুলনায় তা যথেষ্ট বেশি বলেই পরিসংখ্যানে উঠে এসেছে।
কেন্দ্রীয় মন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে উঠে এসেছে, ২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২৭টি ভুয়ো হুমকি এসেছিল। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১২২। আর ২০২৪ সাল তো সব রেকর্ড ছাপিয়ে গেছে। সবমিলিয়ে গত ২ বছরে ১ হাজার ১৪৩ টি ভুয়ো হুমকি পেয়েছে ভারতের বিমান সংস্থাগুলি। মন্ত্রী আরও জানান, কোনও হুমকি নির্দিষ্টভাবে একই জায়গা থেকে আসেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে।
বিগত কয়েক মাস ধরে রোজই প্রায় বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ফোন পেয়েছে বিভিন্ন সংস্থা। দুর্ভোগের মুখে পড়েছে যাত্রীরা। বোমাতঙ্কে ফ্লাইট ডিলে করছে সংস্থাগুলিও। এই নিয়ে রীতিমতো চিন্তিত অসামরিক পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন অসামরিক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা। সেই বৈঠক থেকেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যখন যাত্রীদের সুরক্ষা প্রশ্নের মুখে তখন কোনও ভাবেই এগুলোকে হালকা ভাবে নেওয়া যায় না। এই ধরনের হুমকির ক্ষেত্রে যাদের চিহ্নিত করা হবে, তাদের নাম 'নো ফ্লাই লিস্ট'-এ পাঠিয়ে দেওয়া হবে।
বেশিরভাগ বোমাতঙ্কের ঘটনায় দেখা গেছিল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করেছিল পুলিশ। সেই সূত্র ধরে কয়েকজন গ্রেফতারও হয়। এরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভুয়ো খবর, হুমকি ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছিল।