শেষ আপডেট: 8th January 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: ভারত তো নস্যি, আমেরিকার নাকেও ঝামা ঘষে দিয়ে চিন ষষ্ঠ প্রজন্মের বিমান বহর তৈরি করেছে। যা নিয়ে এই উপমহাদেশে থরহরি কম্প শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই কয়েক দাগ পারদ চড়িয়ে নিজেরই আতঙ্কিত চেহারা বেরিয়ে এল দেশের বিমানবাহিনীর এপি সিংয়ের কথায়। চিনের মতো 'মেঘনাদ-চরিত্রের' মেজাজি বিমান বহর হাতে না এলেও তেজস ফাইটার জেট-এর বরাত দিয়ে ১৪ বছর ধরে অপেক্ষায় রয়েছে বাহিনী। যা নিয়ে উদ্বেগের স্বর ধরা পড়ল এয়ার চিফ মার্শালের কথাতেই।
২১-তম সুব্রত মুখোপাধ্যায় সেমিনারে বক্তা হিসেবে এপি সিং জানান, ২০০৯-২০১০ সালে ৪০টি তেজস-এর বরাত দেওয়া হয়েছিল। যা এখনও হাতে আসেনি বিমানবাহিনীর। তাঁর মতে, চিন যেভাবে বিমান বহরে বিরাট শক্তি নিয়ে আসছে, তা ভারতের পক্ষে মোটেই সহজ নয়। সেক্ষেত্রে উৎপাদন অনেক বেশি দ্রুত ও আধুনিক হওয়া কাম্য। সিং জানান, প্রথম তেজস জেট উড়েছিল ২০০১ সালে। কিন্তু, বিমানবাহিনীতে আসে ১৫ বছর পর ২০১৬ সালে। আর আজ আমরা দাঁড়িয়ে রয়েছি ২০২৪ সালে। আমার কাছে এখনও প্রথম লটের ৪০টি জেট বিমানই আসেনি। এটাই হল উৎপাদন ক্ষমতা। তাঁর কথায়, প্রযুক্তি গ্রহণের দেরি করার অর্থ প্রযুক্তিকে উপেক্ষা করা।
প্রসঙ্গত, ভারতীয় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মিগ ২১-কে উড়ন্ত কফিন নামে ডাকা হয়। সেই মিগ ২১-এর বদলে তেজস জেট বিমানের কাজ শুরু করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই পরিস্থিতিতে চিন যখন ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তখন ভারত পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তির লক্ষ্মণরেখা ডিঙোতে পারেনি। তবে সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৪.৫ প্রজন্মের রাফাল জেট হাতে পেয়েছে ভারত। এখন ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির প্রস্তাব নিয়ে এখনও ভেবে চলেছে দেশ।
বুলগেরিয়ার একটি সংবাদমাধ্যমের খবর জানাচ্ছে, জার্মানি, ফ্রান্স ও স্পেন যৌথভাবে ভারতকে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম কর্মসূচিতে যোগদানের প্রস্তাব পাঠিয়েছে। যার লক্ষ্য হবে ষষ্ঠ প্রজন্মের জেট ফাইটার উৎপাদন। পাশাপাশি ব্রিটেন, জাপান এবং ইতালিও নয়াদিল্লিকে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে যোগদানের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, দুটি বৃহৎ কর্মসূচির নজর হল অত্যাধুনিক প্রযুক্তির বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং এই দেশগুলির মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়াকে আরও শক্তিশালী করা। কিন্তু, এই প্রকল্পগুলিতে যোগ দেওয়া নিয়ে ভারত সরকার এখনও দ্বিধায় রয়েছে। কারণ, ভারত ইতিমধ্যেই দেশীয় পদ্ধতি ও প্রযুক্তিতে গড়ে তোলা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট বিমান বহর উৎপাদনে প্রচুর বিনিয়োগ করে ফেলেছে।
অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট জেট বিমান হল পঞ্চম প্রজন্মের ফাইটার। যাতে নিঃশব্দে এবং রাডারের দৃষ্টি এড়িয়ে হামলার ক্ষমতা ও অত্যাধুনিক শব্দের চেয়ে গতিশীল ক্ষেপণাস্ত্র চালানোর ক্ষমতা জুড়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই কর্মসূচি ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভর করে তুলবে। খবরে জানা গিয়েছে, অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট বিমানকে অগ্রাধিকার দিতে নয়াদিল্লি ভিন দেশ থেকে দুটি প্রস্তাবই ফিরিয়ে দিতে পারে।