সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের নজরদারি বিশ্ব সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কাছে দরবার করবে নয়াদিল্লি।
কূটনৈতিক পদক্ষেপে পাকিস্তানের এখন শুকিয়ে মরার দশা হয়েছে।
শেষ আপডেট: 23 May 2025 09:21
দ্য ওয়াল ব্যুরো: হাতের পর এবার পাকিস্তানকে ভাতে মারতে চায় ভারত। পাকিস্তানকে অর্থ মঞ্জুর করার আগেই বিশ্বব্যাঙ্কের ২০ বিলিয়ন ডলার অনুদান ঠেকানোর চেষ্টায় আদাজল খেয়ে নেমে পড়ল ভারত। একইসঙ্গে সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের নজরদারি বিশ্ব সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কাছে দরবার করবে নয়াদিল্লি।
পহলগাম জঙ্গি হানা ও তার পরবর্তী অপারেশন সিঁদুর, ভারত-পাক সামরিক সংঘর্ষ সহ বিভিন্ন কূটনৈতিক যুদ্ধের পর এবার ভারত ভাতে মারার সুযোগ খুঁজছে পাকিস্তান বধে। দীর্ঘ কয়েক বছর ধরেই আর্থিকভাবে দেউলিয়া পাকিস্তানের হেঁসেলে হাঁড়ি চড়ে বিশ্বব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, চিন সহ বিভিন্ন বন্ধু দেশের কাছ থেকে ঋণ নিয়ে। সিন্ধু জলচুক্তি বন্ধ সহ ভারতের বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপে পাকিস্তানের এখন শুকিয়ে মরার দশা হয়েছে। ফলে এইসব অর্থ সাহায্য বন্ধ করতে পারলেই পাকিস্তানের পেটে আঘাত করা যাবে।
বছরের পর বছর ধরে ভারত দাবি জানিয়ে আসছে যে, পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনগুলি ঘাঁটি গেড়ে বসে আছে। পাকিস্তান গোড়ার দিকে এসব অস্বীকার করে এলেও আমেরিকার চাপে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সময় জঙ্গি ঘাঁটির অস্তিত্ব মেনে নিতে বাধ্য হয়। রাষ্ট্রসঙ্ঘ সহ আমেরিকা ও ইউরোপীয় অনেক দেশই যে যে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে, তাদের সবগুলিই রয়েছে পাকিস্তানের মাটিতে।
ভারতের আরও দাবি, পাকিস্তান শুধুমাত্র এই জঙ্গিদের আশ্রয় দিয়েছে তাই নয়, এদের ভরণপোষণও চালায় পাকিস্তান সরকার ও তাদের সেনাবাহিনী এবং চর সংস্থা আইএসআই। জঙ্গিদের তালিমের ব্যবস্থা করে পাক সেনা ও আইএসআই। বাইরে থেকে প্রাপ্ত অর্থের বেশিরভাগ অংশ জঙ্গি পুষতে খরচ করে ইসলামাবাদ প্রশাসন।
সেই মতো আগামী জুনে পাকিস্তানকে ২০০০ কোটি ডলার আর্থিক সাহায্য অনুমোদন করার কথা বিশ্বব্যাঙ্কের। এই অবস্থায় বিশ্বব্যাঙ্কের নরম মনোভাব আঁচ করে ভারত সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব নিয়ে যেতে চলেছে বিশ্বব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। এছাড়াও ভারত সরকার FATF-এর কাছে দরবার জানাবে যাতে পাকিস্তানকে ফের ধূসর তালিকাভুক্ত করা হয়। আর তা হলেই পাকিস্তানের যাবতীয় আন্তর্জাতিক আর্থিক লেনদেন, উৎস, বিদেশি বিনিয়োগে তালা মেরে দেওয়া যাবে।
এই আগে পাকিস্তানকে FATF গ্রে লিস্টে পাঠিয়েছিল ২০১৮ সালে। ২০২২ সালের অক্টোবরের বৈঠকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। উল্লেখ্য, ভারত বহু চেষ্টা করেও গত ৯ মে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF) প্রায় ৮,৫০০ কোটি টাকার ঋণ মকুবের সিদ্ধান্ত বদলাতে পারেনি।