Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
WTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম শেষ কলটাই ছিল 'মে ডে, মে ডে', তারপরই সব শেষ, জানাল বিমান পরিবহণ মন্ত্রকইরানের বুকে বিস্ফোরক ড্রোনের ঘাঁটি গড়েছিল মোসাদ, ইজরায়েলি চর সংস্থার কৃতিত্বের খতিয়ানসুরের ম্যাজিশিয়ান প্রীতমের জন্মদিনে ফিরে দেখা তাঁর সংগীত সফর এবং অজানা অধ্যায়টিকিট কেটেও দু'বার বাতিল করেছিলেন! আমদাবাদের অভিশপ্ত বিমানে ওঠারই কথা ছিল না রুপানিরWTC Final: বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন স্মিথমুখ খুললেই বিতর্ক! তাই কি মুখে কুলুপ আঁটলেন কেষ্ট-কাজল? কৌতূহল সব মহলে'আমি তো একটানা ৩৮ ঘণ্টা শ্যুট করেছি...' দীপিকার ৮ ঘণ্টার কাজের ইস্যুতে মুখ খুললেন ওয়ামিকা'পঞ্চায়েত' থেকে কত পারিশ্রমিক পান সচিবজি, প্রধানজি, বিকাশ? জানতে আগ্রহের শেষ নেই দর্শকেরচোকার্স বদনাম এবার কি ঘুচবে? গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টে কিন্তু দাপট দেখিয়েছে প্রোটিয়ারা
India - Pakistan Tension

'অপারেশন সিঁদুর'-এর পর বিশ্বের কাছে পাক জঙ্গি মদতের প্রমাণ দেবে ভারত, বিদেশ যাবেন সাংসদরা

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এবার কূটনৈতিক আক্রমণ শুরু করতে চলেছে ভারত (India)। 'অপারেশন সিঁদুর'-এর পর বিশ্বের কাছে পাক জঙ্গি মদতের প্রমাণ দিতে, বিদেশ যাবেন সাংসদরা।

'অপারেশন সিঁদুর'-এর পর বিশ্বের কাছে পাক জঙ্গি মদতের প্রমাণ দেবে ভারত, বিদেশ যাবেন সাংসদরা

ফাইল ছবি

শেষ আপডেট: 16 May 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এবার কূটনৈতিক আক্রমণ শুরু করতে চলেছে ভারত (India)। 'অপারেশন সিঁদুর'-এর পর বিশ্বের কাছে পাক জঙ্গি মদতের প্রমাণ দিতে, বিদেশ যাবেন সাংসদরা। সমস্ত দলের সাংসদদের নিয়ে একটি প্রতিনিধিদল সাম্প্রতিক সংঘাত এবং পরিস্থিতির ব্যাপারে ভারতের অবস্থান সম্পর্কে বিদেশি সরকারগুলিকে অবহিত করার জন্য একটি আন্তর্জাতিক প্রচার কর্মসূচি শুরু করতে চলেছে নয়াদিল্লি, এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) এই বিদেশ সফরের সমন্বয় করছেন যা ২২ মে-এর পরে শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই এ ব্যাপারে সাংসদদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর।

প্রতিটি প্রতিনিধিদলে ৫-৬ জন সাংসদ থাকবেন বলে জানা যাচ্ছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্র (US), ব্রিটেন (UK), দক্ষিণ আফ্রিকা (South Africa), কাতার (Qatar) এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-সহ বিভিন্ন দেশে সফর করবেন। সূত্রের খবর, সিনিয়র সাংসদদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়েছে, যার দায়িত্ব মূলত এনডিএ (NDA) সাংসদদের উপর থাকছে।

২২ এপ্রিল পাহালগামে (Pahalgam Attack) পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংস হামলার পর ভারত ও পাকিস্তান সম্প্রতি তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। পাল্টা জবাব দিতে ভারতও 'অপারেশন সিন্দুর'- করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেয়। পাকিস্তানও প্রতিশোধ নিতে ভারতে ড্রোন হামলার চেষ্টা করে। যার ফলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং চার দিন ধরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

যদিও যুদ্ধবিরতি নিয়ে গত ১০ তারিখে ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে সমঝোতা হয়। তবে তার পরেও সীমান্তের গ্রাম লক্ষ্য করে পাকিস্তান হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে।

ভারত ও পাকিস্তান, উভয় দেশের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তবর্তী সকল সামরিক কর্মকাণ্ডের উপর বিরতি বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে, উভয় দেশের সামরিক অভিযানের মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) 'আস্থা বৃদ্ধির পদক্ষেপ' অব্যাহত রাখারও সিদ্ধান্ত নিয়েছেন।


ভিডিও স্টোরি