শেষ আপডেট: 2nd November 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: ভারতে কর্তব্যরত কানাডা হাইকমিশনের পদস্থ দূতাবাসকর্মীকে তলব করল ভারত। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে কানাডা সরকার খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়ানোয় দিল্লিস্থিত কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে বলে শনিবার জানান বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বিদেশ মুখপাত্র এদিন সাংবাদিকদের বলেন, কানাডা সরকারের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতেই একজন পদস্থ দূতাবাস কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। জয়সওয়াল বলেন, গতকাল, শুক্রবার আমরা হাইকমিশনকে চিঠি দিয়ে একজন কূটনীতিককে তলব করেছি। জন নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষার স্ট্যান্ডিং কমিটির কাছে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।
কানাডার ডেপুটি মন্ত্রীর কাছে ভারত এই অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে। কানাডা সরকারের কাজের সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতের গায়ে কালি লাগাতে এটা এক ধরনের ইচ্ছাকৃত কৌশল। কানাডা সরকার কোনও তথ্য-নথি ছাড়াই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে ইচ্ছাকৃতভাবে অভিযোগ তুলছে। যাতে সকলের কাছে ভারতকে খাটো করা যায়। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করতে পারে।
কানাডার মাটিতে সন্ত্রাসবাদ চলছে, এটাই ওখানকার রীতি। সেদেশের সরকার এই ব্যাপারটিতে আরও নজর দিক। বিদেশ মন্ত্রক কানাডা কর্তৃক ভারতকে শত্রুপক্ষ দেশ বলে রিপোর্টে উল্লেখ করার তীব্র নিন্দা করেছে। জয়সওয়াল বলেন, ভারতকে আক্রমণ করার কানাডার এটি আরেকটি কৌশল।