শেষ আপডেট: 11th March 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবথেকে দূষিত শহরের ২০টির মধ্যে ১৩টিই রয়েছে ভারতে। মঙ্গলবার প্রকাশিত দূষণ সংক্রান্ত এক আন্তর্জাতিক সমীক্ষায় এই চিত্রটিই ধরা পড়েছে। শুধু তাই নয়, বিশ্বের দূষণ জর্জরিত দেশগুলির মধ্যে পঞ্চম সারিতে ভারতের স্থান। দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৪ শীর্ষক এই রিপোর্টে দেশের এই দূষণ সংক্রান্ত এই ভয়াবহ চিত্রটি ধরা পড়েছে। সুইৎজারল্যান্ডের বায়ু দূষণ গবেষণা কোম্পানি আইকিউএয়ার-এর এই রিপোর্টে বিশ্বের সবথেকে দূষিত শহর হচ্ছে, অসমের বাইরিনহাট।
এই সংস্থার সমীক্ষায় ধরা পড়েছে, বিশ্বের সবথেকে দূষিত রাজধানী শহর হচ্ছে দিল্লি। ২০২৩ সালে সবথেকে বায়ু দূষণে ভারাক্রান্ত দেশের মধ্যে তৃতীয় স্থানে, এবার স্থান পেয়েছে পঞ্চমে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতের দূষণ সূচক পিএম২.৫-এর ৭ শতাংশ খারাপ হয়েছে। পিএম২.৫ হল বায়ু দূষণ মাপার একটি সূচক। যার অর্থ বাতাসে মিশ্রিত কোনও ধূলিকণা বা রাসায়নিক কণা যা ২.৫ মাইক্রোমিটার অথবা তার থেকে কম। মাইক্রোমিটার হল একটি মিলিমিটারের ১০০০ ভাগের একভাগ।
এই সূচক অনুসারে প্রতি ঘন মিটারে ৫০.৬ মাইক্রোগ্রাম (২০২৪), এর আগে (২০২৩) যা ছিল প্রতি ঘন মিটারে ৫৪,৪ মাইক্রোগ্রাম। এই উন্নতি সত্ত্বেও বিশ্বের সবথেকে দূষিত ১০টি শহরের মধ্যে ৬টিই রয়েছে এদেশে। দিল্লিতে লাগাতারভাবে দূষণের মাত্রা সবথেকে বেশির দিকে রয়েছে। পিএম২.৫-এর বার্ষিক গড় হল প্রতি ঘন মিটারে ৯১.৬ মাইক্রোগ্রাম। ২০২৩ সালে যা ছিল ৯২.৭ মাইক্রোগ্রাম। দেশের যে ১৩টি শহর বিশ্বের ২০ সর্বোচ্চ দূষণের শহর বলে চিহ্নিত হয়েছে সেগুলি হল- অসমের বাইরিনহাট, দিল্লি, পাঞ্জাবের মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, নয়াদিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, ভিওয়াডি, মুজফফরনগর, হনুমানগড় ও নয়ডা। আর দূষণের তালিকায় চাড, বাংলাদেশ, পাকিস্তান ও কঙ্গোর পরেই স্থান রয়েছে ভারতের।