ফাইল ছবি
শেষ আপডেট: 20 February 2025 07:55
দ্য ওয়াল ব্যুরো: পানামার একটি হোটেলে একাধিক দেশের অন্তত ৩০০ জন নাগরিক রয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই ভারতীয়। এরা সকলেই মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছিলেন। পানামার হোটেলে তাঁদের 'বন্দি' করা হয়েছে বলেই অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে ভারত।
নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, পানামার হোটেলে ভারতীয়দের রাখার বিষয়টি তাঁদের নজরে এসেছে। তারপর থেকেই ক্রমাগত সে দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, প্রশাসনের সঙ্গেও কথা বলা হচ্ছে। ভারত সরকার জানিয়েছে, 'পানামা প্রশাসন আশ্বাস দিয়েছে যে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছে এবং সুস্থ আছে। প্রয়োজনীয় সবকিছুই তাঁদের দেওয়া হচ্ছে। আমরাও লাগাতার তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি, খোঁজ নিচ্ছি।'
Panamanian authorities have informed us that a group of Indians have reached Panama from US
— India in Panama, Nicaragua, Costa Rica (@IndiainPanama) February 20, 2025
They are safe and secure at a
Hotel with all essential facilities
Embassy team has obtained consular access
We are working closely with the host Government to ensure their wellbeing pic.twitter.com/fdFT82YVhS
হোটেলে যারা রয়েছেন তাঁদের অনেকেই জানলা থেকে কাগজে লেখা বার্তা দিচ্ছেন। কেউ বলছেন, তাঁরা নিজেদের দেশে সুরক্ষিত নন। কেউ আবার সরাসরি সাহায্য চাইছেন। ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চিন সহ আরও একাধিক দেশের নাগরিকদের আটক করেছে আমেরিকা। তাঁদের মধ্যেই ৩০০ জনকে এই হোটেলে রাখা হয়েছে।
পানামা প্রশাসন অবশ্য আগেই জানিয়েছে, তাঁদের কাউকেই বন্দি বানিয়ে রাখা হয়নি। তাঁদের সুরক্ষার জন্যই হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাঁদের স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনও প্রশ্নই নেই। এও জানানো হয়েছে, যথাসময়ে তাঁদের খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হচ্ছে। তাছাড়া ৩০০ অবৈধবাসীদের মধ্যে ১ জন ইতিমধ্যেই তাঁর দেশে ফিরেছেন। বাকি ২৯৯ জনের মধ্যে ১৭১ জনকে দেশে ফেরানোর কাজ চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেদের দেশ থেকে অবৈধভাবে বসবাসকারীদের অন্যত্র পাঠানোর আগে পানামাকে 'ব্রিজ' হিসেবে ব্যবহার করছে আমেরিকা। পানামা খাল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে চাপে আছে পানামা সরকার। সেই প্রেক্ষিতেই তাঁরা এমন নির্দেশ মানতে বাধ্য হয়েছে।