Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক
US deportees detained at Panama hotel

'সবাই সুরক্ষিত, আমরা খোঁজ রাখছি', পানামার হোটেলে 'বন্দি' নাগরিকদের নিয়ে বলল ভারত

হোটেলে তাঁদের 'বন্দি' করা হয়েছে বলেই অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। 

'সবাই সুরক্ষিত, আমরা খোঁজ রাখছি', পানামার হোটেলে 'বন্দি' নাগরিকদের নিয়ে বলল ভারত

ফাইল ছবি

শেষ আপডেট: 20 February 2025 07:55

দ্য ওয়াল ব্যুরো: পানামার একটি হোটেলে একাধিক দেশের অন্তত ৩০০ জন নাগরিক রয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই ভারতীয়। এরা সকলেই মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছিলেন। পানামার হোটেলে তাঁদের 'বন্দি' করা হয়েছে বলেই অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। 

নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, পানামার হোটেলে ভারতীয়দের রাখার বিষয়টি তাঁদের নজরে এসেছে। তারপর থেকেই ক্রমাগত সে দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, প্রশাসনের সঙ্গেও কথা বলা হচ্ছে। ভারত সরকার জানিয়েছে, 'পানামা প্রশাসন আশ্বাস দিয়েছে যে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছে এবং সুস্থ আছে। প্রয়োজনীয় সবকিছুই তাঁদের দেওয়া হচ্ছে। আমরাও লাগাতার তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি, খোঁজ নিচ্ছি।' 

হোটেলে যারা রয়েছেন তাঁদের অনেকেই জানলা থেকে কাগজে লেখা বার্তা দিচ্ছেন। কেউ বলছেন, তাঁরা নিজেদের দেশে সুরক্ষিত নন। কেউ আবার সরাসরি সাহায্য চাইছেন। ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চিন সহ আরও একাধিক দেশের নাগরিকদের আটক করেছে আমেরিকা। তাঁদের মধ্যেই ৩০০ জনকে এই হোটেলে রাখা হয়েছে। 

পানামা প্রশাসন অবশ্য আগেই জানিয়েছে, তাঁদের কাউকেই বন্দি বানিয়ে রাখা হয়নি। তাঁদের সুরক্ষার জন্যই হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাঁদের স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনও প্রশ্নই নেই। এও জানানো হয়েছে, যথাসময়ে তাঁদের খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হচ্ছে। তাছাড়া ৩০০ অবৈধবাসীদের মধ্যে ১ জন ইতিমধ্যেই তাঁর দেশে ফিরেছেন। বাকি ২৯৯ জনের মধ্যে ১৭১ জনকে দেশে ফেরানোর কাজ চলছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেদের দেশ থেকে অবৈধভাবে বসবাসকারীদের অন্যত্র পাঠানোর আগে পানামাকে 'ব্রিজ' হিসেবে ব্যবহার করছে আমেরিকা। পানামা খাল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে চাপে আছে পানামা সরকার। সেই প্রেক্ষিতেই তাঁরা এমন নির্দেশ মানতে বাধ্য হয়েছে।


ভিডিও স্টোরি