শেষ আপডেট: 22nd October 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত শান্তি স্থাপনে সাহায্য করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা জানান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত প্রথম থেকেই কোনও পক্ষাবলম্বন না করলেও শান্তি স্থাপনে আগ্রহ দেখিয়ে এসেছে। কিন্তু যখনই রাষ্ট্রসঙ্ঘে কোনও রাশিয়া বিরোধী প্রস্তাব এসেছে, তাতে ভোটদানে বিরত দেখেছে ভারত। এদিন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান-এ গিয়ে মোদী সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে।
রুশ প্রেসিডেন্ট বলেন, গত জুলাইয়ে আমাদের সাক্ষাতের সময় অনেক বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকবার ফোনেও আমাদের কথা হয়েছে। কাজানে আসার আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এদিন আমরা ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নৈশভোজে অংশ নেব। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি বলে জানান পুতিন। এদিন পুতিনকে দেখে আপ্লুত মোদী একেবারে বুকে জড়িয়ে ধরেন তাঁকে।
ব্রিকস সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় মোদী বলেন, আমরা সবসময় শান্তি ও আঞ্চলিক স্থায়িত্বের পক্ষে। প্রথম থেকেই আমি যেমন আপনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আমি আগেও বলেছি, আমরা বিশ্বাস করি সমস্যা সমাধানের একমাত্র পথ হল শান্তিপূর্ণভাবে। আমরা দ্রুত আঞ্চলিক শান্তি-স্থায়িত্ব ফেরাতে সাহায্য করতে প্রস্তুত। মানবিকতার পক্ষে আমাদের সকল চেষ্টা অবিচল থাকবে। ভবিষ্যতেও আমরা শান্তিপূর্ণ আলোচনার জন্য সাহায্য করতে তৈরি।
তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর এটা দ্বিতীয় রাশিয়া সফর। এদিন মোদী আরও বলেন, তিন মাসে দুবার আমার রাশিয়া সফর দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতা ও সুগভীর বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকবে। ব্রিকস বিশ্বে একটি নিজস্ব পরিচয় জাহির করেছে। যে কারণে এখন অনেক দেশই এই গোষ্ঠীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে। আমি আশা করি আগামিকালের সম্মেলনও এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করবে।