বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়েশওয়াল এদিন সাংবাদিক বৈঠক থেকে বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
রণধীর জয়েশওয়াল
শেষ আপডেট: 13 May 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) হলেও সিন্ধু জলচুক্তি নিয়ে সিদ্ধান্তের পরিবর্তন হবে না। ভারতীয় বিদেশমন্ত্রক (MEA) আগেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তাঁদের তরফে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হল - জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir Issue) নিয়েও অবস্থান পাল্টাবে না ভারত। পরোক্ষে আমেরিকাকেও বার্তা দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক। এই নিয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে ভাল চোখে দেখা হবে না।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়েশওয়াল এদিন সাংবাদিক বৈঠক থেকে বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এই নিয়ে ভারতের অবস্থান না বদলেছে, না বদলাবে। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রশাসন দাবি করেছিল যে, তাঁদের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনিই দুই দেশের সঙ্গে রাতভর কথা বলেন। বাণিজ্য সম্পর্কের কথা বলে দুই রাষ্ট্রকে শান্ত করান। তাঁর এও দাবি, ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধও হতে পারত, কিন্তু তিনি আটকেছেন।
মঙ্গলবার বিদেশমন্ত্রকের স্পষ্ট বার্তা, জম্মু-কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। অর্থাৎ পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ পছন্দ করছে না ভারত। নাম না করে আমেরিকাকেই যে বার্তা দেওয়া হয়েছে, তা পরিষ্কার। বিদেশমন্ত্রক খুব পরিষ্কার করে জানিয়েছে, জম্মু-কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা নিয়ে কোনও আলোচনা শুধুমাত্র ভারত-পাকিস্তানের মধ্যেই হবে। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে এবার থেকে আলোচনা হলে শুধু সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। মঙ্গলবার বিদেশমন্ত্রকও সেই বিষয়টি আরও স্পষ্ট করে জানাল।
গত ৭ মে থেকে তীব্র সামরিক উত্তেজনা, হামলা ও পাল্টা হামলা এবং সীমান্তে রক্তক্ষয়ের পর অবশেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় গত শনিবার। দুই দেশের সামরিক আধিকারিকদের মধ্যে সরাসরি কথোপকথনের মধ্যে দিয়ে যুদ্ধবিরতির শর্তে পৌঁছনো গেছে বলে জানিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তবে তাঁর ঘোষণার কিছু সময় আগেই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি নিয়ে ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্কও কম হয়নি।
এদিকে ভারতের এয়ারস্ট্রাইক নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে বিদেশমন্ত্রক বলে, ওপার থেকে হামলার চেষ্টা হলে এপার থেকেও জবাব মিলবে। এটাই নিউ নর্মাল, পাকিস্তান সেটা বুঝতে ভাল। পাকিস্তানকে নিশানা করে বিদেশমন্ত্রকের মুখপাত্র এও বলেন, পড়শি দেশে সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। বারবার তারা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তবে ওদের মনে রাখতে হবে, এবার থেকে হামলা হলেই তার প্রত্যাঘাত হবে। পাকিস্তান যদি গোলাবর্ষণ করে, ভারতও করবে। তারা চুপ থাকলে, ভারতও থাকবে। বিগত কয়েক দিনে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই নিয়ে রণধীর জয়েশওয়াল বলেন, ভারতীয় সেনার চাপেই হামলা রুখতে বাধ্য হয়েছে পাকিস্তান।