শেষ আপডেট: 1st August 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: মাঝ সমুদ্র ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় হামলা চালানোর অভিযোগ উঠল শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে। এই ঘটনায় একজন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে এবং অন্য একজন নিখোঁজ। তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কিনা সেটাই প্রশ্নের মুখে। এই ঘটনার প্রেক্ষিতে চরম ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। ইতিমধ্যে জবাব তলব করা হয়েছে ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রিয়ঙ্কা বিক্রমসিঙ্ঘের কাছ থেকে।
শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও উঠেছে। বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক জলসীমায় তামিলনাড়ুর মৎস্যজীবীদের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে তারা। এবারও একই রকম ঘটনা ঘটল। বৃহস্পতিবার কচ্চতিভু দ্বীপের পাঁচ নটিক্যাল মাইল উত্তরে মৎস্যজীবীদের ওই নৌকায় 'ইচ্ছা করে' ধাক্কা মারে শ্রীলঙ্কার নৌসেনার জাহাজ বলে অভিযোগ। এই ঘটনাতেই জলে ডুবে মৃত্যু হয়েছে এক ভারতীয় মৎস্যজীবীর।
কয়েক মাস আগে শ্রীলঙ্কার নৌসেনাকে জবাব দিতে পাল্টা হামলা করেছিল ভারতীয় মৎস্যজীবীরা। তাতে এক শ্রীলঙ্কান নৌসেনার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে ভারতীয় মৎস্যজীবীদের ওপর হামলার ধারাবাহিকতা আরও বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই আবার উত্তাপ বেড়েছে ভারত-শ্রীলঙ্কা কূটনৈতিক সম্পর্ক নিয়ে।
সাম্প্রতিক সময়ে কচ্চতীবু দ্বীপ নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে উত্তাপ দেখা গেছিল। এই দ্বীপ ভারতের না শ্রীলঙ্কার, তা নিয়ে প্রশ্ন ওঠে। আসলে এই দ্বীপটি ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত। আর এই দ্বীপ বর্তমানে শ্রীলঙ্কার অধীনে রয়েছে। কিন্তু দুই দেশের মানুষই প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে তীর্থ করতে এখানে যান। এই দ্বীপ স্থায়ী কোনও ঘরবাড়ি না থাকলেও একটি গির্জা আছে।
ভারতের নরেন্দ্র মোদী সরকার লোকসভা ভোটের আগে এই দ্বীপের ইস্যু নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিল। বলা হয়েছিল, কংগ্রেস নিষ্ঠুর ভাবে ওই দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল। এমনিতেই এই দ্বীপে মাছ ধরা এবং সুযোগ-সুবিধা নিয়ে দু’দেশের মৎস্যজীবীদের মধ্যে মতবিরোধ ছিল। কিন্তু সম্প্রতি তা যেন আরও মাত্রাছাড়া হয়ে গেছে। বৃহস্পতিবারের ঘটনাও কচ্চতিভু দ্বীপের আশেপাশে এলাকাতেই ঘটেছে।