শেষ আপডেট: 7 May 2025 04:49
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার গভীর রাতে ভারত তাদের ছয় জায়গার ২৪টি ভবনে হামলা (surgical strike-Operation Sindoor) চালিয়েছে বলে জানাল ইসলামাবাদ (Islamabad)। পাকিস্তান (Pakistan) সেনা বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ দফতরের (Inter services public relations-ISPR) মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন তাঁদের দেশের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে হামলা চালায় হিন্দুস্থান। পাক সেনার দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন।
এদিকে, বুধবার সকাল থেকে জরুরি বৈঠকে বসেছে পাকিস্তান সরকারের শীর্ষ মহল। ইতিমধ্যে ইসলামাবাদ রাষ্ট্রসংঘকে পাঠানো বার্তায় জানিয়েছে, ভারতকে প্রত্যাঘাত করার পূর্ণ অধিকার ও সক্ষমতা আছে তাদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (UN Security Council) অবহিত করে পাকিস্তান সরকারের বার্তায় বলা হয়েছে, ‘জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী উপযুক্ত সময় এবং স্থানে ভারতের হামলার যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।’
কূটনৈতিক ও সমর বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামাবাদের বৈঠকের পর স্পষ্ট ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক করবে নাকি পূর্ণাঙ্গ যুদ্ধের পথে হাঁটবে।
পাকিস্তানের উপর ভারতের জবাবি হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে সেনা জনসংযোগ দফকর। তাদের তিনটি মসজিদের হামলা এবং ভারতের ছোড়া গোলায় বেশ কয়েকটি শিশু ও কয়েকজন নারী নিহত ও আহত হয়েছেন। এই দাবি করে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সহানুভুতি আদায়ের চেষ্টা করছে বলে কোনও কোনও মহলের দাবি।
পাকিস্তানের দাবি তাদের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক শহর আহমদপুর শারকিয়ায় অবস্থিত শুভান মসজিদে চারবার হামলা হয়েছে। হামলায় তিন বছরের শিশু কন্যা সহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন। ভারত জানিয়েছে, তারা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। কোনও সামরিক ব্যারাক, ক্যান্টনমেন্টে হামলা করা হয়নি। বিশেষজ্ঞা মনে করছেন, ভারতের লক্ষ্য জঙ্গি ঘাঁটি নির্মূল করা।
ইসলামাবাদের সেনা মুখপাত্রে দাবি, শেখপুরা জেলার মুরদিকের উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে ভারতের হামলায় কজন নিহত হয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদে হামলা করা হয় বলে সেখানকার বিবিসি সংবাদদাতা তাবান্দা কোবাব জানিয়েছেন। হামলার পর মানুষ এলাকা ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।
পাক সেনা মুখপাত্রের দাবি, নিয়ন্ত্রণ রেখার কাছের শহর কোটলি, শিয়ালকোট এবং শককগড়েও ভারত হামলা চালিয়েছে। এই সব এলাকাতেই নিহত ও আহতদের মধ্যে শিশু ও নারীরা আছেন।