ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আরও এক পাকিস্তানি হাই কমিশনের (Pakistan High Commission in Delhi) কর্মীকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার।
শেষ আপডেট: 21 May 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আরও এক পাকিস্তানি হাই কমিশনের (Pakistan High Commission in Delhi) কর্মীকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। ওই কর্মীকে অনভিপ্রেত (persona non grata ) ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। চলতি মাসেই এই নিয়ে দ্বিতীয় কোনও পাক কূটনীতিককে ভারত ছাড়া করা হল।
বুধবার ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত এক কর্মীকে তাঁর কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের জন্য অনভিপ্রেত ঘোষণা করা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
এদিন পাকিস্তান হাই কমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে ভারত সরকার কড়া প্রতিবাদপত্র (demarche) দেয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে যেন কোনও পাকিস্তানি কূটনীতিক বা কর্মী ভারতে তাঁদের কূটনৈতিক মর্যাদার অপব্যবহার না করেন।
১৩ মে একই ধরনের অভিযোগে আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছিল ভারত। তখনও তাঁর পরিচয় ও কাজকর্মের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সম্প্রতি পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে থাকা নয়টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। সেই ঘটনার পর থেকে দু’দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকে।
ভারত ইতিমধ্যেই পাকিস্তান হাই কমিশনের কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জন করেছে। স্থগিত করেছে দীর্ঘদিনের ইন্দাস জল চুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে অটারি-ওয়াঘা স্থলসীমান্ত চেকপোস্টও। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তবে মে মাসের ১০ তারিখে দু’দেশ স্থল, আকাশ ও জলপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সম্মত হয়। সাম্প্রতিক এই বহিষ্কারের ঘটনায় সেই ক্ষণিক শান্তির আবহ ফের উত্তেজনায় পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, নয়াদিল্লি যে পদক্ষেপ করেছেন তা ইসলামাবাদকে চাপে রাখারই কৌশল। তা ছাড়া ঘরোয়া রাজনীতিতেও এর মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। এর জবাব হয়তো দিতে চাইবে ইসলামাবাদও। তারাও ইসলামাবাদে স্থিত ভারতীয় দূতাবাস থেকে অচিরে হয়তো কোনও কূটনীতিককে পাকিস্তান ছাড়তে বলবে।