শেষ আপডেট: 30th November 2024 07:23
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির আগামী মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা। ভারত-বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী পর্যায়ের বৈঠক আগামী মাসের মাঝামাঝি নাগাদ ঢাকায় হওয়ার কথা। দু দেশের দ্বিপাক্ষিক যাবতীয় বিষয়ে এই বৈঠকে কথা হয়। সেই কারণে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকা যাওয়ার কথা বিদেশ সচিবের। গত বছর নভেম্বরে এই বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে।
কিন্তু চলতি পরিস্থিতিতে বিদেশ সচিবের ঢাকা সফর বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত জোরালো ভাষায় সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করলেও বাংলাদেশ সরকারের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে নয়া দিল্লির অভিযোগ।
৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আওয়ামী লিগের অফিস, নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলার পাশাপাশি ভারত বিরোধী তৎপরতা বেড়ে যায়। তাতে নয়া মাত্রা যোগ করেছে হিন্দুদের উপর হামলার ঘটনাবলী, যা নিয়ে ভারত সরকার অত্যন্ত বিচলিত।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর উগ্র ইসলামপন্থীদের হামলা, হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না দেওয়ার ঘটনায় ভারত জুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। শাসক দল বিজেপির পাশাপাশি কংগ্রেস সহ একাধিক বিরোধী দলও সুর চড়িয়েছে। কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে একাধিক সংগঠন। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে চাল-ডাল-তেল-নুন-ডিম-আলু-পিঁয়াজরপ্তানি বন্ধ রাখার দাবিও উঠেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 'দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু আছে।' মনে করা হচ্ছে, খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধের মতো কঠোর অবস্থান ভারত এখনই নেবে না। তবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার জেরে বিদেশ সচিবের ঢাকা সফর স্থগিত রাখা হবে।
ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ঢাকা সফর করবেন। বাংলাদেশ সরকার ওই বৈঠকে আলোচনার জন্য তাদের সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে প্রস্তুতি নিতে বলেছে।
যদিও নয়াদিল্লি এখনও আগামী মাসে বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে ঢাকাকে চূড়ান্ত কথা দেয়নি।
সরকারি সূত্রের খবর, নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রক বাংলাদেশের ঘটনাবলীর দিকে নজর রাখছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ করে সে দিকে নজর রাখছে ভারত।