Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসজিকে ল্যাজে খেলিয়ে ক্লাব বিশ্বকাপ চেলসির, ছেঁদো স্ক্রিপ্ট ছিঁড়ে ইতিহাস লিখলেন পালমারWeather: নিম্নচাপের দাপট শুরু বঙ্গে, টানা বৃষ্টি আগামী কয়েকদিন, ভাসবে উত্তর থেকে দক্ষিণমুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে'কথা ভালভাবে বলছে, রাতে বোমা মারছে!' পুতিনকে কটাক্ষ ট্রাম্পের, কিভে পাঠাচ্ছেন প্যাট্রিয়ট মিসাইলমোদী-মমতাকে আম পাঠাচ্ছেন ইউনুস, দিল্লির ‘দিল’ জয়ের চেষ্টা, চর্চা সমাজমাধ্যমেআলাদা হচ্ছেন সাইনা-কশ্যপ, ইনস্টাগ্রামে জানালেন সিদ্ধান্তের কথাWimbledon: ফরাসী ওপেনের মধুর প্রতিশোধ, আলকারাজকে হারিয়ে উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন সিনারবন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে নিখোঁজ হন, ৬ দিন পর যমুনায় মিলল ত্রিপুরার তরুণীর দেহ Eng vs Ind: ভয়ঙ্কর হয়ে উঠেছে লর্ডসের বাইশ গজ, ভারতকে জিততে হলে লর্ড হতে হবে রাহুলকেবিমানের ফুয়েল সুইচ ‘নিরাপদ’, জানাল বোয়িং, আমদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বাড়ছে রহস্য
Cyber Crime

১১ হাজার ৩৩৩ কোটি! মাত্র ৯ মাসে সাইবার প্রতারণায় এই বিপুল অঙ্কের টাকাই খুইয়েছে ভারত

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে নাগরিকদের সতর্ক করেছেন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা (Cyber Crime) সম্পর্কে।

১১ হাজার ৩৩৩ কোটি! মাত্র ৯ মাসে সাইবার প্রতারণায় এই বিপুল অঙ্কের টাকাই খুইয়েছে ভারত

সাইবার প্রতারণা।

শেষ আপডেট: 27 November 2024 10:51

দ্য ওয়াল ব্যুরো: সাইবার প্রতারণার (Cyber Crime) কারণে, চলতি বছরের প্রথম ৯ মাসে প্রায় ১১ হাজার ৩৩৩ কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতবাসীর! এমনটাই বলছে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য।

জানা যাচ্ছে, সবচেয়ে বড় ক্ষতির কারণ স্টক ট্রেডিং স্ক্যাম, যার মাধ্যমে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা হারিয়েছে মানুষ। মোট ২ লক্ষ ২৮ হাজার ৯৪টি অভিযোগ মিলেছে এই নিয়ে। এছাড়াও ইনভেস্টমেন্ট-ভিত্তিক স্ক্যাম থেকে ৩ হাজার ২১৬ কোটি টাকা এবং ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা থেকে ১ হাজার ৬১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।

মজার ব্যাপার হল, এই সাইবার প্রতারণাগুলোর মধ্যে প্রায় ৪৫% অভিযোগই এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ, কম্বোডিয়া, মায়ানমার এবং লাওস থেকে। তথ্য বলছে, ২০২১ সাল থেকে, সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার মোট ৩০.০৫ লক্ষ সাইবার অভিযোগ রেকর্ড করেছে, যার কারণে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৪ কোটি টাকা।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে নাগরিকদের সতর্ক করেছেন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা সম্পর্কে। তিনি বলেন, ‘সরকারি এজেন্সি কখনওই ফোন বা ভিডিও কলের মাধ্যমে তদন্তের জন্য কাউকে যোগাযোগ করে না।’ তিনি জনগণকে সচেতন করে বলেন, আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কিছু নেই।

এই প্রতারণাগুলোর ক্ষেত্রে বিভিন্ন উপায়ে টাকা তুলে নেওয়া হচ্ছে অ্যাকাউন্ট থেকে। চেক, ডিজিটাল কারেন্সি, ফিনটেক ক্রিপ্টো, এটিএম, মার্চেন্ট পেমেন্ট, ই-ওয়ালে—কিছুই যেন নিরাপদ নয়।

জানা যাচ্ছে, গত এক বছরে, সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফে প্রায় ৪.৫ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই সব অ্যাকাউন্টে সাইবার অপরাধ থেকে তোলা টাকা লেনদেন করা হতো। ব্লক করা হয়েছে ১৭ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও।


ভিডিও স্টোরি